এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > অভিষেক ব্যানার্জীর দাবী প্রত্যাহারের মাধ্যমেই কি ‘মান্যতা’ পেল মুকুল রায়ের অভিযোগ?

অভিষেক ব্যানার্জীর দাবী প্রত্যাহারের মাধ্যমেই কি ‘মান্যতা’ পেল মুকুল রায়ের অভিযোগ?


‘বিশ্ব বাংলা’ লোগোর ট্রেড মার্কের জন্য করা ‘শেষ’ দাবিও তুলে নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে নবান্ন সূত্রে খবর। মুকুল রায় কলকাতায় বিজেপির সমাবেশে এসে অভিযোগ করেন যে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে ব্যবহৃত বিশ্ববাংলার লোগো সরকারের নয়। বিশ্ববাংলা কোনও সরকারি সংস্থাও নয়। বিশ্ববাংলা একটি বেসরকারি কোম্পানি, যার মালিক ডায়মন্ড হারবারের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাথে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তা বোঝাতে সরকারি নথিতে থাকা বাড়ির ঠিকানার উল্লেখ করেছিলেন মুকুল বাবু। মুকুল বাবুকে এই নিয়ে আইনি নোটিশ ও পাঠিয়েছেন তিনি।
যাই হোক সাড়ে তিন বছর আগেই রাজ্য সরকারের তরফ থেকে আবেদন জমা পড়েছিল ‘বিশ্ব বাংলা’ লোগোর স্বত্ব হাতে পাবার জন্য।কিন্তু ‘বিশ্ব বাংলা’ লোগোর স্বত্ব হাতে পায়নি রাজ্য। তার কারণ হলো রাজ্য সরকার ‘বিশ্ব বাংলা’ লোগোর স্বত্ব হাতে পাবার জন্য আবেদন করার প্রায় বছরখানেক আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই লোগোর স্বত্ব পেতে এক-আধটি নয় একেবারে পাঁচ-পাঁচটি আবেদন করেছিলেন। তার চারটি প্রত্যাহার করে নেওয়া হলেও বাকি ছিল একটি। নবান্নের খবর, সোমবার সেই আবেদনটিও ফিরিয়ে নিয়েছেন ডায়মন্ডহারবারের সাংসদ।অভিষেক বাবু দাবি তুলে নেওয়ার ফলে ‘বিশ্ব বাংলা’ লোগোর স্বত্ব পেতে আর অসুবিধা হবার কথা নয় রাজ্য সরকারের। জানা যাচ্ছে এই সপ্তাহেই দ্য কন্ট্রোলার জেনারেল অব পেটেন্টস, ডিজাইনস অ্যান্ড ট্রেডমার্কস এর কাছে রাজ্য সরকার পুনরায় আবেদন জানাবে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে মুকুলবাবু অভিযোগ আনার পরে অভিষেক বাবু এই দাবি তুলে নেওয়ায় গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিকমহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!