এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অভিষেক ব্যানার্জিকে নাম করে এবার ‘চোর-ডাকাত’ বলে আক্রমন সৌমিত্র খাঁর, ঝড় উঠল রাজ্য রাজনীতিতে

অভিষেক ব্যানার্জিকে নাম করে এবার ‘চোর-ডাকাত’ বলে আক্রমন সৌমিত্র খাঁর, ঝড় উঠল রাজ্য রাজনীতিতে


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে শাসক দলের সঙ্গে বিরোধী দলের রাজনৈতিক তরজা। বিভিন্ন বিষয় নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ থেকে শুরু করে কুটুক্তি, কোনো কিছুই বাদ যাচ্ছে না। এবার তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তাকে “চোর-ডাকাত” বলে আক্রমণ করলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ।

বস্তুত, সম্প্রতি সাতগাছিয়ার সভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে বিজেপি কেন “ভাইপো” বলে সম্বোধন করে, সেই ব্যাপারে তাদের প্রশ্ন ছুড়ে দেন তৃণমূলের যুবরাজ। যেখানে জোর গলায় তিনি বলেন, “আমি তো নাম নিয়ে বলছি, বিজেপির কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত। আমি তো নাম নিয়ে বলছি, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মাফিয়া, গুন্ডা।”

আর তার এই মন্তব্যের পরেই রীতিমতো শোরগোল তৈরি হয় গোটা রাজ্য জুড়ে। কিন্তু এবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তাকে চোর-ডাকাত বলে কটাক্ষ করে পাল্টা শোরগোল তৈরি করলেন বিজেপি যুব মোর্চার সৌমিত্র খাঁ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নাম করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, এদিন সৌমিত্রবাবু পাল্টা সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে রাখঢাক না করে তাকে আক্রমণ করতে উদ্যত হলেন।

সূত্রের খবর, এদিন কোচবিহারে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, “ভাইপো আর পিকের মধ্যে শুধুমাত্র ব্যবসায়িক সম্পর্ক। এরা রাজনীতি সম্পর্কে কিছু বোঝে না। তৃণমূল কংগ্রেস ব্যবসায়ীক প্রতিষ্ঠান। লসের দিকে চলছে। সেটা তো ভাঙবেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা চোর, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ডাকাত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কয়লা মাফিয়াদের যোগাযোগ রয়েছে। বেকারদের চাকরি দেবে বলে এলাকার থেকে টাকা তুলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সঙ্গী ছিলেন বিনয় মিশ্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলুন, আমার বিরুদ্ধে কেস করতে। আমি রাস্তায় বুঝে নেব।” রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, সাতগাছিয়ার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বিজেপির নেতা নেত্রীদের নাম করে কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন, তাতে শোরগোল বাড়তে শুরু করেছিল। রীতিমত বিজেপি নেতাদের উদ্দেশ্যে তিনি চ্যালেঞ্জ ছুড়ে বুঝিয়ে দিয়েছিলেন যে, ভাইপো নয়। নাম করে যেন বিজেপি নেতারা মন্তব্য করে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই মন্তব্যের দুদিন পেরোতে না পেরোতেই এবার কোচবিহারের মাটি থেকে তৃণমূলের যুবরাজকে “চোর-ডাকাত” বলে বঙ্গ রাজনীতিতে ঝড় তুলে দিলেন বিজেপির সৌমিত্র খাঁ।

একাংশের মতে, সৌমিত্র খাঁ এই ধরনের মন্তব্য করে বুঝিয়ে দিলেন যে, তৃণমূল কংগ্রেসের কাছে কোনোমতেই তারা আর মাথা নত করবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, এদিনের মন্তব্যের মধ্যে দিয়ে তার পাল্টা জবাব দিলেন বিজেপি যুব মোর্চার সভাপতি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যার ফলে বঙ্গ রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে বর্তমানে যেভাবে বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে আখ্যা দেওয়া হচ্ছে, এদিন সেই প্রসঙ্গেও জবাব দেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি। সৌমিত্রবাবু বলেন, “কে বলে মিনি পাকিস্তান তৈরি করব, কে বলে যে গরু দুধ দেয়, তার লাথি খাওয়া ভালো। সারা ভারতে 19 টি রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে। আগামী দিনে এই রাজ্যেও আমরা ক্ষমতায় আসব।” পর্যবেক্ষকরা বলছেন, বিজেপির কাছে এখন প্রধান টার্গেট বাংলার ক্ষমতা দখল করা।

আর তাই তৃণমূলের পক্ষ থেকে যে সমস্ত চ্যালেঞ্জ করা হচ্ছে, ধরে ধরে সেই সমস্ত চ্যালেঞ্জের উত্তর দিতে দেখা যাচ্ছে বিজেপি নেতাদের। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাতগাছিয়ার সভা থেকে করা চ্যালেঞ্জের রীতিমত চাঞ্চল্যকর জবাব দিলেন তৃণমূলের প্রাক্তন নেতা তথা বর্তমান বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ।

ইতিমধ্যেই দিলীপ ঘোষ সম্পর্কে সাতগাছিয়ার সভা থেকে “গুন্ডা, মাফিয়া” শব্দ ব্যবহার করার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা “চোর, ডাকাত” বলে মন্তব্য করার পর সেই অভিষেকবাবুর তরফে সৌমিত্র খাঁর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা, সেদিকেই লক্ষ্য থাকবে গোটা রাজনৈতিক মহলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!