শেষ রক্ষা হলো না, বিস্ফোরক অভিযোগ এনে অভিষেকের হাত ধরে আসা বিজেপির নেতা ফের বিজেপিতে ফিরলো রাজ্য December 19, 2018 গত ১৭ ডিসেম্বর পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে সভা করতে আসেন তৃণমুল সাংসদ তথা যুব সভাপতি অভিষেক ব্যানার্জী। সেখানে বিজেপির ঘর ভেঙে নিজের দল ভারীও করেছিলেন অভিষেকবাবু। সেদিন প্রায় ২৫০ জন বিজেপি কর্মী যোগদান করেছিলেন তৃনমূল কংগ্রেসে। যাদের মধ্যে ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ৯ নং অঞ্চলের ৪০ নং বুথের বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্য জিতেন মাহাত। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছিলেন স্বয়ং তৃণমূলের ২ নম্বর অভিষেকবাবু। কিন্তু অভিষেকবাবু মেদিনীপুর ছাড়ার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই তৃণমূলে যোগ দেওয়া বিজেপির পঞ্চায়েত সদস্য ফিরে গেল বিজেপিতে। আজ বিজেপির জেলা পার্টি অফিসে এই পঞ্চায়েত সদস্যের হাতে জেলা সভাপতি শমিত দাস দলীয় পতাকা তুলে দিয়ে ঘরের ছেলেকে ফের ঘরে তুললেন। আর ঘরে ফিরেই তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে দাবি করলেন যে, তাঁকে চাপ দিয়ে ভয় দেখিয়ে নিয়ে গিয়েছিল তৃণমূল। এই নিয়ে ফের সরব হয়েছে বিজেপি। জোর গলায় তাদের দাবি ‘আমরা তো আগেই বলেছিলাম জোর করে ভয় দেখিয়ে নিয়ে গেছে। কেউ নিজের ইচ্ছায় যায়নি। আজ যেমন জিতেন ফিরে এসেছে ঠিক তেমনি বাকিরাও ফিরে আসবে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - প্রসঙ্গত,পঞ্চায়েত ভোটে জেলার যে সব এলাকায় তৃণমূল যে সব জায়গায় খারাপ ফল করেছিল তার মধ্যে গোয়ালতোড় ছিল অন্যতম। ১০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৩টিতে বিজেপি বোর্ড গড়েছে। পঞ্চায়েত সমিতির ২৫ টি আসনের মধ্যে ৭টিতে জিতেছে বিজেপি। আপনার মতামত জানান -