এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অভিষেকের হয়ে ব্যাটিং করে শোরগোল তুলে দিলেন মমতা, জেনে নিন

অভিষেকের হয়ে ব্যাটিং করে শোরগোল তুলে দিলেন মমতা, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলে যে পরিবার তন্ত্র চলছে, এই অভিযোগ নতুন কিছু নয়। এতদিন বিরোধীদের পক্ষ থেকে এই অভিযোগ করা হত। আর সেই অভিযোগের মূল কেন্দ্রবিন্দু যে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা যুব তৃনমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তা জানতেন সকলেই। তবে সাম্প্রতিক কালে এই বিষয়ে আরও জোরালো হয়ে প্রস্ফুটিত হয়েছে বঙ্গ রাজনীতিতে। আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে যখন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত তৃনমূল কংগ্রেসের এককালের দাপুটে নেতারা সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পিসি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস দলে একাধিপত্য নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।

স্বাভাবিকভাবেই তা সকলের কাছে এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সত্যিই তো তাই! যে তৃণমূলের পুরনো নেতাকর্মীরা দলকে প্রতিষ্ঠা করলেন, সেখানে তারা জায়গা না পেয়ে কেন তৃণমূলের অলিখিত সেকেন্ড-ইন-কমান্ড হয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন। তবে অবশেষে এবার সেই অভিষেক বন্দোপাধ্যায়কে নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে সরাসরি নিজের ভাইপো তথা যুব তৃনমূলের সর্বভারতীয় সভাপতি এবং সংসদের হয়ে ব্যাটিং করতে দেখা গেল স্বয়ং তৃণমূল নেত্রীকে।

সূত্রের খবর, বৃহস্পতিবার ফাল্গুনের এই বসন্তে পৈলানের কর্মীসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করা বিরোধীদের জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত দিনে বিরোধী নেত্রী থাকার সময় মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই আন্দোলন করেছিলেন, সেই সময়ে শৈশবে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে তার পাশে ছিলেন, তা তুলে ধরেন তৃণমূল নেত্রী। নিজের বক্তব্যের মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দেন, অভিষেকবাবুকে নিয়ে যতই বিরোধীরা কটাক্ষ করুক না কেন, তিনি রাজনীতিতে যথেষ্ট পরিপক্ক। এক্ষেত্রে লড়াই, আন্দোলনের মধ্য দিয়েই যে অভিষেকবাবুর হাতে খড়ি হয়েছে, তা নিজের বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরেন স্বয়ং তৃণমূল নেত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার খারাপ লাগে। আমার জন্য অভিষেককে কথা শুনতে হয়। আমি কি অভিষেককে ডেপুটি চিফ মিনিস্টার করে দিয়েছি? যে তার এত সমালোচনা করা হয় আমি তো অভিষেককে রাজ্যসভার সাংসদ হওয়ার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তা গ্রহণ করেননি অভিষেক। অভিষেক বরঞ্চ মানুষের দ্বারা নির্বাচিত হতে চেয়েছিলেন। তাই হয়েছে। সে লোকসভার সাংসদ হয়েছে। একটা চোখে দেখতে পায় না। অভিষেকের চোখের মনিটাই উপরে চলে আসে, কত কষ্ট হয়।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর অতীতের আবেগতাড়িত কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে অভিষেকবাবু সম্পর্কে ব্যাটিং করলেন, তবে একটা জিনিস পরিষ্কার যে, অভিষেকবাবুর জায়গা কোনমতেই কাউকে দেবেন না তৃণমূল নেত্রী। অর্থাৎ বিরোধী দল থেকে শুরু করে নিজের দলের অভ্যন্তরে লড়াই আন্দোলনে পাকাপোক্ত না হওয়া অভিষেকবাবুকে নিয়ে যতই কথা উঠুক না কেন, ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যথেষ্ট স্নেহ রয়েছে, তা বলাই যায়।

পর্যবেক্ষকরা বলছেন, তৃণমূল কংগ্রেস একটা কোম্পানিতে পরিণত হয়েছে, এই অভিযোগ করতে শুরু করেছেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত নেতারা। এমনকি যারা যারা দলত্যাগ করছেন, তাদের সকলের মুখেই শোনা যাচ্ছে এই কথা। আর এই পরিস্থিতিতে সমস্যা ক্রমশ বাড়তে শুরু করেছিল। তবে এতদিন পরিবারতন্ত্র থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দলের একাংশের অভিযোগের কোনো জবাব দিতে দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে।

কিন্তু পৈলানের মাটি থেকে এই ব্যাপারে জবাব দিলেন তৃণমূল নেত্রী। যেখানে তিনি বুঝিয়ে দিলেন যে, লড়াই আন্দোলন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও করেছে। তাই তাকে নিয়ে যে প্রশ্ন করা হচ্ছে, তা সত্যিই দুর্ভাগ্যজনক। তবে তৃণমূল নেত্রী অভিষেকবাবুর হয়ে যতই ব্যাটিং করুক না কেন, শেষ পর্যন্ত পরিবারতন্ত্রের এই আগুন নেভে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!