এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > অভিষেকের সামনেই দ্বন্দ্বে জড়িয়ে পড়লেন নেতারা! বাড়ছে অস্বস্তি!

অভিষেকের সামনেই দ্বন্দ্বে জড়িয়ে পড়লেন নেতারা! বাড়ছে অস্বস্তি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – উত্তরবঙ্গে এসে দলীয় নেতাদের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করেছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের আগে দলের নেতাদের ঐক্যবদ্ধ করার বার্তা দিলেও, মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনেই বৈঠকে এক নেতা অপর নেতার বিরুদ্ধে সরব হতে শুরু করেন‌। সূত্রের খবর, এদিন আলিপুরদুয়ার সার্কিট হাউসে জেলা তৃণমূলের দুই শীর্ষ নেতা একে অন্যের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ব্যাপক অস্বস্তিতে পড়ে তৃণমূল কংগ্রেস।

বস্তুত, গত লোকসভা নির্বাচনের পর উত্তরবঙ্গের দলীয় সংগঠনকে সামাল দেওয়া কার্যত ব্যাপক সমস্যা হয়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের কাছে। সংগঠনের শ্রীবৃদ্ধি করবার জন্য দলীয় নেতাদের একে অন্যের সঙ্গে দ্বন্দ্ব আটকানোর নির্দেশ দিয়েছিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। কিন্তু তারপরেও সমস্যা মেটেনি। আর এবার বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে সেই দ্বন্দ্ব মেটানোর জন্য উত্তরবঙ্গের বিভিন্ন জেলার নেতাদের নিয়ে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু আলিপুরদুয়ার জেলার নেতাদের নিয়ে বৈঠক করার সময় যেভাবে দুই নেতা একে অন্যের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়লেন, তাতে কিভাবে সেই দ্বন্দ্ব সামাল দেওয়া যাবে, এখন সেটাই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজ্য নেতৃত্বের কাছে।

সূত্রের খবর, এদিন আলিপুরদুয়ার সার্কিট হাউসে জেলার প্রতিটি বিধানসভা ধরে ধরে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূলত সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী বিধানসভা নির্বাচনে ভালো ফল করার নির্দেশ দেন তিনি। কিন্তু আশ্চর্যজনক ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দেওয়ার পরেই প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান গার্গী নার্জিনারি দলের স্বার্থে কাজ করছেন না বলে প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি কৌশিক সরকার অভিযোগ তোলেন। আর তার পরিপ্রেক্ষিতেই সার্কিট হাউসে পাল্টা কৌশিকবাবুর বিরুদ্ধে অস্বচ্ছতার অভিযোগ তোলেন গার্গীদেবী। স্বাভাবিকভাবেই দুই নেতা নেত্রী একে অপরের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে রীতিমত অস্বস্তি বাড়তে শুরু করে। এদিকে অভিষেকবাবুর সামনে প্রকাশ্যে বিবাদে জড়িয়ে পড়েন মোহন শর্মা এবং পাসাং লামা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ভালভাবেই বুঝতে পেরেছেন উত্তরবঙ্গে দলীয় সংগঠন কিভাবে চলছে। আর সেই কারণেই দলের নেতাকর্মীদের একজোট হওয়ার বার্তা দিতেই তিনি উত্তরবঙ্গে প্রতিটি জেলার সঙ্গে পৃথক পৃথক বৈঠক করতে শুরু করেছেন। কিন্তু সেই বৈঠকে যেভাবে দলীয় নেতাদের একে অন্যের সঙ্গে প্রকাশ্যে বিবাদে জড়িয়ে পড়লেন, তা দেখে রীতিমতো হতবাক হয়েছেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি বলে দাবি একাংশের।

স্বাভাবিকভাবেই তার সামনে যদি নেতারা এভাবে একে অন্যের সঙ্গে ঝগড়া করতে শুরু করেন, তাহলে তিনি চলে গেলে পরিস্থিতি কতটা আয়ত্বের বাইরে চলে যাবে, এখন তা ভেবেই কূলকিনারা পাচ্ছিনা তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তবে সকলের সাথে একসাথে চলেন, তার জন্য এদিনের বৈঠকে কড়া বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এরকম বার্তা তৃনমূল শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও লাভের লাভ কিছুই হয়নি। আর এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে দলীয় নেতারা একে অন্যের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ায় কার্যত চিন্তা বাড়তে শুরু করেছে ঘাসফুল শিবিরের‌। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!