এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > অভিষেকের সভায় জমায়েত নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে! বাড়ছে উত্তাপ!

অভিষেকের সভায় জমায়েত নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে! বাড়ছে উত্তাপ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাত পোহালেই দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের সভা করতে আসছেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় কোন নেতা কত সংখ্যক রেকর্ড জমায়েত করতে পারেন, তা নিয়েই যেন তৃণমূলের জেলার শীর্ষ নেতাদের মধ্যে শুরু হয়ে গিয়েছে প্রতিযোগিতা। আর সেই প্রতিযোগিতা এমন স্তরে গিয়ে পৌঁছেছে যে, এবার অনেক ক্ষেত্রেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করেছে।

বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জনসভায় রেকর্ড জমায়েত করতে উঠে পড়ে লেগেছেন। কিছুদিন আগেই বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদানকারী বিপ্লব মিত্র। হিলি থেকে শুরু করে বুনিয়াদপুর, কুশমন্ডি থেকে শুরু করে বালুরঘাট, বিভিন্ন এলাকা থেকে রেকর্ড কর্মী-সমর্থকদের নিয়ে আসতে কার্যত জান-প্রাণ লাগিয়ে দিয়েছেন তিনি। অনেকে বলছেন, বিপ্লব মিত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে রেকর্ড জনসমাগম করে বুঝিয়ে দিতে চাইছেন যে, এখনও পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলায় ক্যারিশমায় অটুট রয়েছে।

অন্যদিকে বিপ্লব মিত্র রেকর্ড জনসমাগমের চেষ্টা করলেও, চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ তুলতে শুরু করেছেন একাংশ।আর এখানেই প্রশ্ন তৈরি হয়েছে, যদি একটি সভায় জনসমাগম করতে একে অপরের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলেন, তাহলে কিভাবে সেই সভা সফল হবে! অনেকে বলতে শুরু করেছেন, জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব এবং এক নেতা আরেক নেতাকে হারাতে এখন শক্তি প্রদর্শন করতে শুরু করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই বিপ্লব মিত্র অভিযোগ করেছেন, ‘তপন, হরিরামপুর সহ বিভিন্ন এলাকা থাকতে দলের একাংশ নেতৃত্ব গাড়ি আটকে দেওয়ার ষড়যন্ত্র করেছেন।’ যার ফলে এখন প্রশ্ন তৈরি হয়েছে, এবার হয়ত পরিস্থিতি জটিল হতে শুরু করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা সফল করার চেষ্টা হলেও, যেভাবে নেতারা দ্বন্দ্ব তৈরি করছেন নিজেদের মধ্যে, তাতে এই সভা আদৌ কতটা সফল হবে, সেদিকেই নজর থাকবে সকলের।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই জটিল হয়ে যাচ্ছে পরিস্থিতি। তৃনমূলের অন্দরে যতই দ্বন্দ্ব থাকুক, নির্বাচন বা হাইপ্রোফাইল নেতাদের সভা হলে তাকে সফল করতে একত্রে ময়দানে নেমে যান সকল নেতারা। কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা সফল করতে বিপ্লব মিত্র এবং গৌতম দাসের দ্বন্দ্ব এখন প্রকাশ্যে চলে এসেছে।

নিজের নিজের মত করে দুই পক্ষ রেকর্ড জমায়েত করিয়ে শক্তি প্রদর্শনের চেষ্টা করছেন। যদিও বা এই দ্বন্দ্বের কথা মানতে নারাজ জেলা সভাপতি গৌতম দাস। তবে তলায় তলায় যে জেলায় দ্বন্দ্ব ভয়াবহ আকার ধারণ করেছে, তা বলার অপেক্ষা রাখে না। স্বাভাবিক ভাবেই গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!