এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অভিষেক-ঘনিষ্ঠ প্রভাবশালী নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ

অভিষেক-ঘনিষ্ঠ প্রভাবশালী নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি তৃণমূল যুব কংগ্রেসের নেতা বিনয় মিশ্রের বাড়িতে সিবিআই হানাকে কেন্দ্র করে রীতিমত উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। আর তারপর থেকেই সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী সেই বিনয় মিশ্রের কথা তুলে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন। যার ফলে যথেষ্ট চাপে পড়ে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আর এই পরিস্থিতিতে এবার তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে গরু পাচারকান্ডে যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আদালত।

যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা রাজ্য জুড়ে। প্রসঙ্গত উল্লেখ্য, গত একমাস ধরে বিনয় মিশ্রকে খুঁজতে শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মূলত গরু পাচারের বিপুল অঙ্কের টাকা এই তৃণমূল যুব কংগ্রেসের নেতার মাধ্যমে পাচার হত বলে দাবি তদন্তকারীদের। আর এই পরিস্থিতিতে তাকে হাজিরা দেওয়ার জন্য একাধিকবার নোটিশ পাঠানো হলেও লাভের লাভ কিছুই হয়নি। আর এবার অবশেষে সেই বিনয় মিশ্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দিল আদালত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার ফলে ভোটের মুখে বিরোধীরা যে এই ইস্যুকে নিয়ে তৃণমূলের বিড়ম্বনা আরও বাড়িয়ে দেবে, তা বলার অপেক্ষা রাখে না। জানা গেছে, এই গরু পাচারকান্ডে তদন্তের জন্য সিবিআইয়ের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও বিনয় মিশ্র তাতে বিন্দুমাত্র সহযোগিতা করেননি। নোটিশ পাঠানো হলেও তিনি হাজিরা দেননি। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে সিবিআইয়ের পক্ষ থেকে তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও, তাকে কোনোমতেই পাওয়া যাচ্ছিল না। তাই এবার তাকে ফেরার ঘোষণা করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হল।

এদিন আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতের পক্ষ থেকে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। অনেকে বলছেন, নির্বাচনের মুখে এনামুল থেকে শুরু করে বিনয় মিশ্রের কথা বারবার তুলে ধরতে শুরু করেছে বিরোধীরা‌। সবথেকে বেশি সেই কথা তুলে ধরে তৃণমূলকে আক্রমণ করছেন শুভেন্দু অধিকারী। আর এই পরিস্থিতিতে সেই তৃণমূল যুব কংগ্রেসের শীর্ষ নেতা তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত বিনয় মিশ্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় শোরগোল পড়ে গেল রাজ্য জুড়ে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!