এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অভিষেক গড়ে বাতিল অমিত শাহের সভা, কটাক্ষ তৃণমূলের!

অভিষেক গড়ে বাতিল অমিত শাহের সভা, কটাক্ষ তৃণমূলের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কথা ছিল, মঙ্গলবার ডায়মন্ডহারবারে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু শেষ পর্যন্ত অন্ধকারে কপ্টার নামতে বাধা পাওয়ায় বাতিল হয়ে গেল সেই সভা। স্বাভাবিকভাবেই এই সভা বাতিল হয়ে যাওয়ার সাথে সাথেই বিজেপি নেতা কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়। তবে পরবর্তীতে অবশ্য সভায় না গিয়ে ফোনেই ভাষণ দেন অমিত শাহ। কিন্তু তা না শুনে বহু বিজেপিকর্মী সেই সভাস্থল ছাড়তে শুরু করেন বলে খবর।

আর এই ঘটনাকে হাতিয়ার করেই এখন বিজেপিকে কটাক্ষ করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। দলীয় সভায় লোক না হওয়ার জন্যই সেখানে উপস্থিত হলেন না অমিত শাহ বলে বিজেপিকে আক্রমণ করেছেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন। আর দ্বিতীয় দফার নির্বাচনের আগে ডায়মন্ডহারবারে সভা করার কথা থাকলেও অমিত শাহ সেই সভায় না আসায় এখন রীতিমত তৃণমূলের কটাক্ষের পরিপ্রেক্ষিতে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার বিকেল 4:30 নাগাট ডায়মন্ডহারবারের সরিষার মাঠে সভা করতে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কিন্তু 6:15 নাগাদ বিজেপি নেতৃত্ব ঘোষণা করে, অন্ধকার হয়ে গিয়েছে। তাই এখানে কপ্টার নামতে সমস্যা রয়েছে‌। তাই এই সভা বাতিল করা হল। তবে শেষ মুহূর্তে এক বিজেপি কর্মীর ফোনে ফোন করে দুই মিনিট বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেখানে সভায় আসতে না পারার জন্য ক্ষমা চান তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি তৃণমূলকে উৎখাত করার জন্য বিজেপি নেতাকর্মীদের আহ্বান জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর এরপরই এই গোটা বিষয় নিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন‌। একটি টুইট করে তিনি লেখেন, “কি হল অমিত শাহজি! ডায়মন্ডহারবারের সভা বাতিল? লোক হয়নি? বললে কিছু লোক পাঠাতে পারতাম। এলাকার ছেলে মেয়েদের বলে আপনার জন্য জয়নগরের মোয়ার ব্যবস্থা করতে পারতাম। খেলা হবে।”

বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনী লড়াইয়ে প্রধান দুই প্রতিপক্ষের নাম তৃনমূল কংগ্রেস এবং বিজেপি। তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে আসছেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি ডায়মন্ডহারবারে অমিত শাহ আসাকে কেন্দ্র করে প্রথম থেকেই উজ্জীবিত হয়ে উঠেছিল বিজেপির নেতা কর্মীরা। তবে শেষ মুহূর্তে অন্ধকারের কারণে কপ্টার না নামতে পারায় সেই সভা বাতিল হয়। যেখানে ফোনেই ভাষণ দিতে হয় অমিত শাহকে।

আর এই পরিস্থিতিতে সভায় লোক না হওয়ার কারণেই সেখানে উপস্থিত হলেন না অমিত শাহ বলে পাল্টা যুক্তি দিতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবেই এই গোটা ঘটনায় তৃণমূলের কটাক্ষের পরিপ্রেক্ষিতে বিজেপি যে কিছুটা হলেও চাপে পড়ে গেল তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!