এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অভিষেক গড়ে নাড্ডার গাড়িতে হামলা, অভিযোগের তীর তৃণমূলের দিকে

অভিষেক গড়ে নাড্ডার গাড়িতে হামলা, অভিযোগের তীর তৃণমূলের দিকে


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে একুশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্যের বিরোধী দল তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক টানাপোড়েন বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিধানসভা নির্বাচনের আগে দুদিনের জন্য বাংলা সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সফরের দ্বিতীয় দিনকে বেছে নিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারে নির্বাচনী কর্মসূচি চালাবেন।

সকাল হতেই শুরু হয় ডায়মন্ড হারবার যাত্রা কর্মসূচী। এই কর্মসূচীতে নাড্ডার সঙ্গে যোগ দেন আরও দুই বিজেপি নেতা মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গীয়। কিন্তু শুরুতেই বাধা পেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। জানা যাচ্ছে, আজকে যখন তিনি কনভয় নিয়ে যাচ্ছিলেন ডায়মন্ড হারবারের পথে, তখন তাঁর কনভয় ঘিরে ব্যাপকভাবে ইঁটবৃষ্টি করা হয়। জে পি নাড্ডার সঙ্গে ছিলেন যেহেতু মুকুল রায় এবং কৈলাশ বিজয়বর্গীয় আলাদা আলাদা গাড়িতে, এই দুই নেতার গাড়ির কাঁচ সম্পূর্ণভাবে ভেঙে যায় বলে জানা গিয়েছে।

কিন্তু বিজেপির সর্বভারতীয় সভাপতির গাড়ি বুলেট প্রুফ ছিল, তাই অল্পের জন্য তিনি পেয়েছেন রক্ষা। হঠাৎ এই হামলায় এক বিজেপি কর্মী রক্তাক্ত হয়েছেন বলে জানা গিয়েছে। খুব স্বাভাবিকভাবেই গেরুয়া শিবির তীব্র ক্ষোভে ফেটে পড়েছে আজকের হামলার কারণে। সূত্রের খবর, প্রথম থেকেই জে পি নাড্ডার গাড়িকে টার্গেট করে হামলা চালানোর পরিকল্পনা হয়। সেই পরিকল্পনা মাফিক কাজ হলে যথারীতি কনভয় আটকে যায় এবং তারপরেই শুরু হয় রাস্তার দু’পাশ থেকে ইঁটবৃষ্টি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

উল্লেখ্য, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ আজ সকালেই উল্লেখ করেছিলেন ডায়মণ্ডহারবার যাবার পথে কেন্দ্রীয় বিজেপি সভাপতিকে তৃণমূলের বিভিন্ন বাধার সম্মুখীন হতে পারে। দিনের শেষে দেখা গেল রাজ্য বিজেপির সভাপতির আশঙ্কাই সত্যি ছিল। জানা যাচ্ছে, ডায়মন্ড হারবারে নাড্ডার যাত্রাপথে তৃণমূল কংগ্রেসের মিছিল ছিল, যার নেতৃত্বে ছিলেন তৃণমূলের যুব সভাপতি শওকত মোল্লা। এই মিছিলের ফলে কনভয় আটকে যায় এবং তারপরেই শুরু হয় লাগাতার ইঁটবৃষ্টি।

খুব স্বাভাবিকভাবেই গেরুয়া শিবিরের প্রত্যেকে অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূলের দিকে। তৃণমূল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। এই হামলার পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর হাত থাকার দাবি জানাচ্ছে গেরুয়া শিবির। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তৃণমূল ভয় পাচ্ছে, আর সে কারণেই এই ভয়ংকর হামলা। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, আজকের হামলার কারণে তৃণমূল এবং বিজেপির মধ্যে যে তুলকালাম রাজনৈতিক তরজা শুরু হবে, সে কথা বলাইবাহুল্য। তবে এই ঘটনার পিছনে কারা তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

আপনার মতামত জানান -

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!