এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > অভিষেক-পিকে জুটির ম্যাজিক শুরু? বড়সড় স্বস্তি দিয়ে যুযুধান ৩ হেভিওয়েটকে আনলেন এক ছাদের তলায়!

অভিষেক-পিকে জুটির ম্যাজিক শুরু? বড়সড় স্বস্তি দিয়ে যুযুধান ৩ হেভিওয়েটকে আনলেন এক ছাদের তলায়!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি শিলিগুড়িতে এসে বৈঠক করে সকলকে একসাথে চলার বার্তা দিয়েছিলেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর। দলে যাতে গোষ্ঠী কোন্দল বন্ধ হয় এবং সকলে যাতে একসাথে চলেন, তার জন্য কড়া বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে অতীতের মত এই বার্তা শুনে আবার জেলায় ফিরে নেতাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে বলে মনে করেছিলেন একাংশ। কিন্তু এবার আর তা হচ্ছে না। সূত্রের খবর, শিলিগুড়ির বৈঠকের পরই আলিপুরদুয়ারের জেলা তৃণমূল নেতারা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা শুরু করেছেন। এতদিন বনিবনার অভাব থাকলেও, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তার পর কার্যত এক টেবিলে বসতে দেখা গেল আলিপুরদুয়ার জেলার সমস্ত নেতাদের।

সূত্রের খবর, বুধবার আলিপুরদুয়ার শহরের জেলা পার্টি অফিসে ব্লক কমিটি গঠন নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী, প্রাক্তন জেলা সভাপতি মোহন শর্মা, বিধায়ক সৌরভ চক্রবর্তী, জেলা কো অর্ডিনেটর পাশাং লামা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই জেলার বৈঠকে সকল নেতা একসাথে বসায় ঐকের ছবি সামনে চলে এল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, এই আলিপুরদুয়ার জেলায় তৃণমূলের দ্বন্দ্ব ভয়াবহ আকার ধারণ করেছিল। কিছুদিন আগেই দলের একটি রক্তদান শিবিরের মঞ্চ থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে গঙ্গার ওপারের পরিযায়ী বলে আক্রমণ করেন মোহন শর্মা। যার পরে তীব্র বিতর্ক ছড়িয়ে পড়ে। আর শিলিগুড়িতে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ব্যাপারে নেতাদের দ্বন্দ্ব বন্ধ করবার জন্য কড়া বার্তা দিয়েছিলেন। আর তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড কড়া বার্তা দেওয়ার সাথে সাথেই কার্যত এক ছাদের তলায় এক বৈঠকে উপস্থিত হতে দেখা গেল জেলার সমস্ত তৃণমূল নেতাদের।

বিশেষজ্ঞরা বলছেন, এই সময় যদি তৃণমূল ঐক্যবদ্ধ না হতে পারে, তাহলে আগামী দিন তাদের পক্ষে অত্যন্ত ভয়াবহ হয়ে আসতে চলেছে। কেননা একদিকে বিজেপির প্রভাব ক্রমশ বাড়তে শুরু করেছে। তাই বিজেপিকে কুপোকাত করতে তৃণমূলের ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি বলে মনে করছেন সকলে। সাম্প্রতিককালে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে দলের সমস্ত নেতাদের সেই ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়েছিলেন। আর এবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে বাস্তবে রূপ দিতে আলিপুরদুয়ার জেলার নেতারা এক টেবিলে বৈঠকে বসলেন। তবে একসাথে বৈঠক করলেও এই জেলার তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আদৌ মিটল কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!