এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > অভিষেক পিকের বার্তাই, ফের দলের বৈঠকে অনুপস্থিত বিজেপি ফেরত হেভিওয়েট নেতা!

অভিষেক পিকের বার্তাই, ফের দলের বৈঠকে অনুপস্থিত বিজেপি ফেরত হেভিওয়েট নেতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরলেও সেভাবে তাকে দলীয় কর্মসূচিতে ডাকা হচ্ছে না বলে অভিযোগ করেছিলেন দক্ষিণ দিনাজপুরের বিপ্লব মিত্র। আর এরপরেই শিলিগুড়িতে এসে দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল নেতাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে, এখন থেকে সমস্ত রকম কর্মসূচিতে বিপ্লব মিত্রকে ডাকতে হবে। যার পর থেকে বিভিন্ন জায়গায় সভা-সমিতিতে সেই বিপ্লব মিত্রকে আমন্ত্রণ জানিয়েছিল জেলা নেতৃত্ব। সেই মত করে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে শুরু করে ডাঙ্গা, বিভিন্ন জায়গায় উপস্থিত হতে দেখা গিয়েছিল বিপ্লববাবুকে।

কিন্তু সাম্প্রতিককালে সেই বিপ্লববাবুর নিজের খাসতালুক গঙ্গারামপুর, হরিরামপুর এবং বংশীহারী ব্লকে জনসভা হলেও সেখানে অনুপস্থিত থাকলেন তিনি। যাকে কেন্দ্র করে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। কেন এই সমস্ত জায়গায় সভা হলেও সেখানে বিপ্লব মিত্রকে দেখা যাচ্ছে না! তাহলে কি বিপ্লব মিত্রকে আমন্ত্রণ জানানো হয়নি! নাকি আমন্ত্রণ জানানো সত্ত্বেও তিনি সেই সভাকে এড়িয়ে গিয়েছেন! এখন তা নিয়ে জোড়ালো প্রশ্ন তৈরি হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের অন্দরমহলে।

কেন বিপ্লব মিত্র অনুপস্থিত থাকছেন? এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি গৌতম দাস বলেন, “আমাদের দলের জনসভার মঞ্চেই দেখা যাবে কারা কারা সঙ্গে রয়েছেন! যাদের যতটুকু সম্মান দেওয়া দরকার, জেলা তৃণমূল নেতৃত্ব তাদের সেই সম্মানটুকু সবসময় দেবে। সকলকেই জনসভায় উপস্থিত থাকার ব্যাপারে বলা হয়েছে। কেউ যদি ব্যক্তিগত কারণে কোনো কর্মসূচিতে না আসেন, তবে তা দলের দায়িত্ব নয়। আমরা সোমবার হরিরামপুর বিধানসভা কেন্দ্রের হরিরামপুর এবং বংশীহারী পাথরঘাটায় রাজনৈতিক জনসভা করেছি। মন দিয়ে দলের কাজ করার কথা বলা হয়েছে।” এদিকে এই ব্যাপারে বিপ্লব মিত্র বলেন, “গঙ্গারামপুর হরিরামপুর এবং বংশীহারীতে দলের জনসভা হয়েছে বলে শুনেছি। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে এই সমস্ত জনসভায় বিপ্লব মিত্রকে ডাকাই হয়নি বলে দাবি করছেন তার এক অনুগামী বংশীহারী সুভাষ ভাওয়াল। স্বাভাবিকভাবেই এই ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। যেখানে কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে বিপ্লব মিত্রকে সাথে নিয়ে সমস্ত কর্মসূচি করতে বলেছেন, সেখানে জেলা তৃণমূল নেতৃত্ব যদি বিপ্লব মিত্রকে না ডাকে, তাহলে তো গোষ্ঠী কোন্দল আরও বাড়তে শুরু করবে! সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন।

তার আগে দীর্ঘদিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলার সংগঠন সামলানো বিপ্লব মিত্রকে গুরুত্ব দিয়ে জেলায় গোষ্ঠী কোন্দল না থাকে, তার চেষ্টা করছে তৃণমূল নেতৃত্ব। কিন্তু বেশ কিছু সভায় উপস্থিত থাকলেও, গঙ্গারামপুর, বুনিয়াদপুর এবং হরিরামপুরের সভায় বিপ্লব মিত্রের অনুপস্থিতি এখন নতুন করে জল্পনা বাড়িয়ে দিতে শুরু করেছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!