এখন পড়ছেন
হোম > রাজ্য > ঘাসফুল ছাড়া বাকি সব নকল, সিপিএমের হার্মাদরা এখন বিজেপির ওস্তাদ: অভিষেক

ঘাসফুল ছাড়া বাকি সব নকল, সিপিএমের হার্মাদরা এখন বিজেপির ওস্তাদ: অভিষেক

তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন দুপুরে পুরুলিয়ার ইন্দটাঁড় ময়দান ও মানবাজারে দুটো জনসভায় হাজির ছিলেন। তাঁর সাথে সভায় হাজির ছিলেন পুরুলিয়া জেলা সভাপতি তথা রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের মন্ত্রী শান্তিরাম মাহাতো ও দলের যুব সভাপতি সুশান্ত মাহাতো। আর মানবাজারে উপস্থিতি দেখা গেছে রাজ্যের অনগ্রসর শ্রেনির কল্যান দফতরের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু ও দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুজয় বন্দ্যোপাধ্যায়ের। যুব দলনেতা অভিষেকবাবু এদিন সভা মঞ্চ থেকে জানান যে সকল এলাকায় গতবারে তৃণমূলের ফল ভালো হয়নি সেসব যায়গায় তিনি নিজে প্রচারে প্রতিনিধিত্ব করবেন। সাথে জানান যে তিনি ভোটের ফলাফলে তৃণমূলের জয় নিয়েও যথেষ্ট আত্মবিশ্বাসী।এই নিয়ে তিনি বলেন, “১৭ মে ব্যালেট বক্স খুললেই চারিদিক শুধু জোড়া ফুল পড়বে।সেদিন হবে আবির খেলার দিন।” এছাড়াও বিজেপিকে কটাক্ষ করতেও ছাড়লেন না তিনি এদিন জানালেন যে যাঁরা জঙ্গলমহলে সিপিএমের হার্মাদ ছিল, তাঁরাই নাকি আজ বিজেপির ওস্তাদ। শুধু বিজেপিকেই নয় বামেদেরও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। জানান,”সিপিএম এখন সাইনবোর্ডে পরিণত। ওদের হতাশ কর্মীরাই গেরুয়া জার্সি জড়িয়ে জয় শ্রীরাম বলছেন। পাঁচ বছর আগে যখন জঙ্গলমহলে এসেছিলাম তখন এখানকার কয়েকটি গ্রামের দেওয়ালে কাস্তে-হাতুড়ি আঁকা দেখেছিলাম। সেখানেই এখন আঁকা রয়েছে পদ্ম ফুল।” পাশাপাশি বলেন, বিজেপির অস্ত্র মিছিলের মাধ্যমে বাংলা বিভাজন চাইছে। রামনবমী ও মহাবীর জয়ন্তীতে ২০১৪ সালের আগে এভাবে অস্ত্র নিয়ে প্রকাশ্যে রাস্তায় নামতে দেখা যায়নি। ভিন রাজ্যের সংস্কৃতিকে বাংলায় ঢুকিয়ে বাংলার সংস্কৃতির বিভাজন চাইছে বিজেপি। কিন্তু ওদের স্বপ্ন পূরণ হবে না। বাংলার সম্প্রীতি ও শান্তি দুটোই বজায় থাকবে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

রাজনৈতিক সূত্রের খবর থেকে জানা যায়,সারদা-নারদা কান্ডের জেরে তৃণমূল সুপ্রিমোকে কঠিন মাশুল গুনতে হয়েছিলো গতবার বিধানসভা নির্বাচনে। নিজেদের ভাবমূর্তিকে সঠিক ও স্বচ্ছ রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ২৯৪ টি বিধানসভায় গিয়ে বলতে হয়েছিলো “রাজ্যের ২৯৪ টি আসনে আমি প্রার্থী। আমাকে ভোটটা দিন।কাজ করার সুযোগ দিন।” সেকথাই পুনরায় মনে করিয়ে এদিন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, “গ্রামসভা থেকে পঞ্চায়েত সমিতি, জেলাপরিষদ সবেতেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রার্থী। তাই ১৪ মে ভোটের দিন আসল ফুল ঘাস ফুলে ভোট দিন। কারণ, ভোটের বাজারে বাকি যে সব ফুল আছে তা নকল।” এদিকে ১৪ ই মে ভোট হবে কিনা তার উওর আপাতত বিশ বাও জলে। আদালতের দ্বারস্থ বিরোধীরা তার জেরেই এই দশা। বিরোধীদের প্রতি আঙুল তুলে তিনি জানালেন যে বিরোধীরা ভোটকে, মুখ্যমন্ত্রীর উন্নয়নকে ভয় পেয়ে এসব করছে। মানুষের থেকে আজ বিছিন্ন তাঁরা কেননা যারা জনসাধারণের সাথে মেশে তাঁদের ভোটকে ভয় পাওয়ার কথা নয়। তাদের শুধু কোর্টে টিকি দেখা যায় যাদের সারা বছর দেখা মেলে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!