এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন অভিষেক! শাসকদলের অন্দরেই উঠল বিস্ফোরক অভিযোগ, জল্পনা চরমে

বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন অভিষেক! শাসকদলের অন্দরেই উঠল বিস্ফোরক অভিযোগ, জল্পনা চরমে


ভয়াবহ ঘূর্ণিঝড় আমপানের দাপটের পর অনেক এলাকাতেই বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন। বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে। তবে অনেক ক্ষেত্রে এখনও পর্যন্ত সেই বিদ্যুৎ সংযোগ চালু করা সম্ভব হয়নি। যার ফলে বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। আর এমত একটা পরিস্থিতিতে যে সমস্ত এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত, সেই সমস্ত এলাকায় স্থানীয় মানুষকে শান্ত করতে পদক্ষেপ নিচ্ছে তৃণমূল কংগ্রেস।

কিন্তু এক্ষেত্রে পুরোপুরি উল্টোভাবে বিদ্যুৎ সংযোগ চালু করা এবং জলের দাবিতে আন্দোলন করে বিপাকে পড়লেন উত্তর 24 পরগনা জেলার শিউলি এবং মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার যুব তৃনমূলের ব্লক সভাপতি তথা শিউলি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য অভিষেক সেন। অভিযোগ, ভয়াবহ দুর্যোগের কারণে দীর্ঘদিন ধরে এই শিউলি গ্রাম পঞ্চায়েতে বিদ্যুৎ না আসায় শনিবার এলাকাবাসীদের নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ করেন এই তৃণমূল নেতা। আর তারপরেই টিটাগর থানার পুলিশ সেই অবরোধ তুলতে গেলে শুরু হয় রণক্ষেত্র পরিস্থিতি। আর তার পরেই সেই তৃণমূল নেতা অভিষেক সেন সহ মোট ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।

আর বিভিন্ন জায়গায় যখন তৃণমূলের পক্ষ থেকে উত্তপ্ত পরিস্থিতি ঠান্ডা করার জন্য নেতারা ময়দানে নামছেন, সেখানে কেন অভিষেক সেনের মত তৃণমূল নেতা পথ অবরোধ করলেন, তা নিয়ে দলের অন্দরে তৈরি হয়েছে প্রশ্ন। এদিকে দলের যুবনেতা গ্রেপ্তার হওয়ায় এখন কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে গোটা ঘটনায় বিজেপি এবং সিপিএমের দিকেই অভিযোগের আঙুল তুলেছে তারা।

এদিন এই প্রসঙ্গে সেই অভিষেক সেনের বিরুদ্ধে সরব হয়ে শিউলি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান অরুণ ঘোষ বলেন, “বিজেপি এবং সিপিএমের সঙ্গে আমাদের দলের পঞ্চায়েত সদস্য অভিষেক সেন যোগাযোগ রাখেন। নোয়াপাড়ার বিজেপি বিধায়ক সুনীল সিংয়ের সঙ্গেও ও যোগাযোগ রাখে। আমাদের পঞ্চায়েতের চাপুরিয়া এলাকায় ও পুলিশের ওপর হামলা করেছে। পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। আমি ওর বিষয় নিয়ে দলের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করেছি। এর আগেও ও নানা দল বিরোধী কাজে যুক্ত ছিল। সাধারণ মানুষকে ক্ষেপিয়ে অভিষেক দলের নীতির বিরুদ্ধে গিয়ে পথ অবরোধ করিয়েছিল। মানুষকে ক্ষেপিয়ে ও পুলিশের ওপর হামলা করিয়েছে।” তবে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হলেও, তা সম্পূর্ণরূপে অস্বীকার করেছে ভারতীয় জনতা পার্টি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে নোয়াপাড়ার বিজেপি বিধায়ক সুনীল সিং বলেন, “রাজনৈতিকভাবে অভিষেকের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। ওই এলাকায় যে গাছ পড়েছে, সেই গাছ বিক্রির বখরা নিয়ে এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফল। এই ঘটনায় আমাকে জড়ানোর কোনো মানে নেই‌।” একইভাবে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়ে অভিষেক সেনের বিজেপি যোগের কথা অস্বীকার করেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং।

এদিন তিনি বলেন, “এই বিপদের সময় যারা গাছ বিক্রি নিয়ে নিজেদের মধ্যে গন্ডগোল করে, তাদের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। ওই তৃণমূল নেতাকে বিজেপিতে নেওয়া হবে না। এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফসল।” রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, অভিষেক সেনের এই বিক্ষোভের ঘটনায় কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস। তাই এখন চাপে পড়ে তারা গোটা ঘটনায় অভিসেক সেনের সঙ্গে বিজেপি যোগের কথা উল্লেখ করছে। অপরদিকে বিজেপি সম্পূর্ণরূপে তা অস্বীকার করেছে। আর এই গোটা ঘটনা নিয়ে ভয়াবহ দুর্যোগের পর রীতিমত টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে শিউলি গ্রাম পঞ্চায়েতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!