এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > এক মঞ্চে একসাথে মুকুল রায়কে ‘ভাগাড়ের উচ্ছিষ্ট’ করলেন অভিষেক-শুভ্রাংশু

এক মঞ্চে একসাথে মুকুল রায়কে ‘ভাগাড়ের উচ্ছিষ্ট’ করলেন অভিষেক-শুভ্রাংশু


সদ্য তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়া নেতা মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়’কে পাশে বসিয়ে ‘প্রাক্তন রাজনৈতিক গুরু’ মুকুল রায়’কে তীব্র আক্রমন করলেন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তথা দলের অঘোষিত দুনম্বর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করেই আক্রমন করে তৃণমূল কংগ্রেস যুব সভাপতি মুকুল রায়কে ভাগাড় থেকে তুলে নিয়ে যাওয়া নেতা বলে বিদ্রুপ করলেন। পাশের আসনে একদা রাজনৈতিক গুরু পুত্র থাকলেও তাঁকে ধর্তব্যের মধ্যেই রাখলেন না ডায়মন্ড-হারবারের সাংসদ। তিনি বলেন, ভাগাড়ের নেতাদের নিয়ে গিয়ে বাংলার মানুষের কাছে উচ্ছিষ্ট তুলে দিচ্ছে বিজেপি। আমরা দল থেকে পচা, আবর্জনা, জঞ্জালগুলো ফেলে দিচ্ছি, আর দিলীপবাবুদের দল তাঁদের তুলে নিয়ে যাচ্ছে।

মুকুল রায়ের দিকে আরো আক্রমন তীব্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, শুধু ভাগাড় থেকে আমাদের ফেলে দেওয়া নেতাদের তুলে নিয়েই যাচ্ছে না বিজেপি। তুলে নিয়ে যাওয়ার পর কেমিকেল দিয়ে ফ্রিজারে রেখে ফুলিয়ে-ফাঁপিয়ে বাংলার মানুষের কাছে মুখ হিসেবে তুলে ধরছে। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির আসল রূপ। ওঁদের নিজেদের সংগঠন বলে কিছু নেই। তৃণমূলের নেতাদের জঞ্জাল থেকে তুলে নিয়ে গিয়ে দল চালাচ্ছে। তবে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ই নন এদিনের সভায় মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়ও প্রথমবার প্রকাশ্য জেনেভায় বিজেপির বিরুদ্ধে সরব হলেন। নিজেকে রাজ্যের শাসকদলের বিধায়ক হিসেবে প্রমান করার সুযোগ পেয়ে শুভ্রাংশু রায় এদিন বলেন, মুকুল রায়রা কোনওদিন বাংলার মানুষের মন জয় করতে পারবেন না। শুভ্রাংশু রায়কে পাশে বসিয়ে মুকুল রায়কে এইভাবে তীব্র আক্রমন রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!