এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অভিষেকের নয়া নিদানে শুভেন্দু গড়ে পদ হারানোর ভয়ে কাঁপছেন বহু প্রভাবশালী নেতাই! জল্পনা তৃণমূলে

অভিষেকের নয়া নিদানে শুভেন্দু গড়ে পদ হারানোর ভয়ে কাঁপছেন বহু প্রভাবশালী নেতাই! জল্পনা তৃণমূলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –তৃণমূলের সাংগঠনিক বৈঠকের শুভেন্দু অধিকারীকে গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হবে বলে মনে করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত “পর্যবেক্ষক” পদ তুলে দিয়ে তার গতিবিধি যেমন নিয়ন্ত্রণ করেছে শাসকদল, ঠিক তেমনই তাঁর ঘনিষ্ঠ যুব তৃণমূল সভাপতির ডানা ছাটা হয়েছে। আর এবার তৃণমূল যুবর সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মোতাবেক 40 বছরের কমবয়সীদের যুব সংগঠনের জায়গা দেওয়ার কথায় পূর্ব মেদিনীপুরের অনেক নেতার কপালেই চিন্তার ভাঁজ পড়তে দেখা যাচ্ছে।

বস্তুত সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে 40 বছরের বেশি কাউকে যুব সংগঠনের দায়িত্বে রাখা হবে না স্বাভাবিকভাবেই পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকে যারা এখন যুব সংগঠনের সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন তাদের অনেকেরই বয়স 40 অতিক্রম করেছে। তাই সমস্ত জায়গায় ব্যাপক বদল আনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এতদিন পূর্ব মেদিনীপুর জেলায় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সংগ্রাম দোলুই জেলা সভাপতি ছিলেন। কিন্তু সম্প্রতি তৃণমূলের সাংগঠনিক রদবদলের তাকে সরিয়ে দিয়ে জেলা যুব তৃনমূলের সভাপতি পদে বদল আনা হয়। যেখানে দায়িত্ব দেওয়া হয় পার্থ মাইতিকে। আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মত জেলার অনেক যুব নেতার ডানা ছাটা হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

জানা গেছে, রামনগর 1, 2, কাঁথি 1, খেজুরি 1, 2, মহিলাদল, সুতাহাটা, শহীদ মাতঙ্গিনী, হলদিয়া, পাশকুড়া, কাথি সহ একাধিক জায়গায় যুব তৃণমূলের দায়িত্বে যারা রয়েছেন, তারা প্রত্যেকেই 40 বছরের উর্ধ্বে। তাই সেই সমস্ত ব্যাক্তিদের সরিয়ে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, যদি এভাবেই চলতে থাকে, তাহলে পরিস্থিতি বেগতিক হওয়ার আশঙ্কা করছেন সকলে।

কেননা পূর্ব মেদিনীপুর জেলায় অধিকারী পরিবারের কথা ছাড়া পাতাটিও নড়ে না। কিন্তু এবার সেখানে 40 বছর বয়সী উর্ধ্বে যুব নেতাদের যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত সরিয়ে দেওয়া হয়, তাহলে প্রবল অসন্তোষ তৈরি হতে পারে। এখন শেষ পর্যন্ত গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!