এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অভিষেকের কারণেই ভোটবৃদ্ধি বিজেপির, প্রবল খুশি শুভেন্দু!

অভিষেকের কারণেই ভোটবৃদ্ধি বিজেপির, প্রবল খুশি শুভেন্দু!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কিছুদিন আগেই শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন বিজেপির লক্ষ্মী হচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আরও একটি বড় দাবি করে বসলেন রাজ্যের বিরোধী দলনেতা। যেখানে স্পষ্ট ভাষায় শুভেন্দ বাবু জানিয়ে দিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানেই যাবে, সেখানেই ভোট বাড়বে ভারতীয় জনতা পার্টির। কিন্তু কোন সমীকরণে এই কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা! প্রসঙ্গত, সম্প্রতি নবজোয়ার যাত্রা থামিয়ে সিবিআই জেরার মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সিবিআই জেরা থেকে বেরিয়ে আবার যে তিনি এই নবজোয়ার যাত্রায় বের হবেন এবং বিজেপির চাপ বাড়াবেন, তা স্পষ্ট করেছেন তৃণমূলের এই শীর্ষ নেতা। আর এই প্রসঙ্গেই মন্তব্য করতে গিয়ে “ও যত ঘুরবে, তত বিজেপির ভোট বাড়বে” বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “ও যত ঘুরবে, তত বিজেপির ভোট বাড়বে। ও গেলেই পুলিশি তান্ডব, পুলিশের চাপ, দড়ি দিয়ে এলাকা ঘিরে রাখা, হকারদের অসুবিধা। আমার কাছে বীরভূম থেকে কিছু বিএড কলেজের লোকেরা এসেছিল। তারা বলেছে যে, ও আসবে বলে দু লাখ টাকা করে চাঁদা নিয়েছে।”

বিশেষজ্ঞদের মতে, শুভেন্দু অধিকারী এই বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও গেলেই পুলিশের তাণ্ডব বৃদ্ধি পায়। আর তাতে আদতে অসুবিধে হয় সাধারণ মানুষের। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচি করতে যেখানেই যাবেন, সেখানেই লাভবান হবে ভারতীয় জনতা পার্টি। তবে শুভেন্দুবাবুর এই সমীকরণ কতটা যুক্তিসম্মত, তা আগামী দিনে ভোটবাক্সেই প্রমাণ হয়ে যাবে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!