এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অভিষেককে নিয়ে কিছু পরেই বড়সড় রায়দান আদালতের, নজর সব পক্ষের!

অভিষেককে নিয়ে কিছু পরেই বড়সড় রায়দান আদালতের, নজর সব পক্ষের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নিয়োগ দুর্নীতির ঘটনায় গ্রেপ্তার হওয়া কুন্তল ঘোষের চিঠি নিয়ে শোরগোল পড়েছে রাজ্যজুড়ে। আর তারপরেই কিছুদিন আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে, প্রয়োজন হলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কুন্তল ঘোষের মুখোমুখি বসিয়ে জেরা করতে পারবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তবে তার পরিপ্রেক্ষিতে এর বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু শেষ পর্যন্ত সেখান থেকে সেই মামলা ফেরত পাঠিয়ে দেওয়া হয়। তারপরে কলকাতা হাইকোর্টে বেঞ্চ বদল হয়। যেখানে বিচারপতি অমৃতার সিনহার বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার পর আজ সেখানে রায়দান করা হবে বলে খবর। যাকে ঘিরে রীতিমতো কৌতুহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

সূত্রের খবর, বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ বদল হওয়ার পর অমৃতা সিনহার বেঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা নিয়ে শুনানি হয়। আর শেষ পর্যন্ত সেই সুনানের রায়দান আজ। জানা গিয়েছে, আজ সকাল সাড়ে দশটার পরে সেই রায়দান করবেন বিচারপতি অমৃতা সিনহা। বিশেষজ্ঞদের মতে, এই মামলার শুনানি হওয়ার সময় অমৃতা সিনহা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেরার মুখোমুখি না হওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ফলে রায়দানে কি হবে, তা সময় বলবে। কিন্তু সেই রায়দানে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরার মুখোমুখি হতে হয়, তাহলে গোটা ব্যবস্থা নতুন মোড় নিতে পারে। সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা নিয়ে মামলার শুনানি শেষে রায়দান কি হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!