এখন পড়ছেন
হোম > জাতীয় > অভিষেকের বিরুদ্ধে এফআইআর, ত্রিপুরা প্রশাসনের পদক্ষেপে চিন্তায় ঘাসফুল!

অভিষেকের বিরুদ্ধে এফআইআর, ত্রিপুরা প্রশাসনের পদক্ষেপে চিন্তায় ঘাসফুল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  সম্প্রতি ত্রিপুরা গিয়ে দলীয় নেতা কর্মীদের গ্রেপ্তার করার জন্য প্রতিবাদ জানাতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কুনাল ঘোষ, ব্রাত্য বসু থেকে শুরু করে দোলা সেন সহ ত্রিপুরা রাজ্যের একাধিক তৃণমূল নেতা থানায় গিয়ে ধৃত নেতা কর্মীদের মুক্তি দেওয়ার দাবি তোলেন। দীর্ঘক্ষন থানায় বসে থেকে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তৃণমূলের এই সমস্ত শীর্ষ নেতা নেত্রীরা।

পরবর্তীতে অবশ্য ধৃত নেতা কর্মীদের জামিনে মুক্ত করে ছাড়িয়ে আনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ত্রিপুরার বিজেপি সরকারের বিরুদ্ধেও সোচ্চার হতে দেখা যায় তাকে। তবে এবার দীর্ঘক্ষন থানায় বসে থাকার কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহ তৃণমূল নেতা নেত্রীর বিরুদ্ধে দায়ের করা হল মামলা। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, খোয়াই থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেত্রীরা দীর্ঘক্ষন ধরে বসে ছিলেন। যেখানে পুলিশের সঙ্গে তাদের বচসা শুরু হয়েছিল। তাই এই পরিস্থিতিতে এবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, কুনাল ঘোষ, ব্রাত্য বসু এবং ত্রিপুরার তৃণমূল নেতা সুবল ভৌমিকের বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। স্বভাবতই এই গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরাতে পা রাখার সাথে সাথেই সেখানকার তৃণমূল নেতা কর্মীরা বাড়তি অক্সিজেন পেয়ে গিয়েছিল। সুদীপ রাহা, জয়া দত্ত এবং দেবাংশু ভট্টাচার্যকে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করার পরেই তাদের মুক্তি দেওয়ার দাবিতে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা নেত্রীরা ত্রিপুরা গিয়ে পৌঁছয়। আর তারপরেই থানায় গিয়ে তারা দীর্ঘক্ষণ বসে থাকেন। পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের যুব সংগঠনের তিন নেতা-নেত্রীকে জামিনে মুক্ত করিয়ে কলকাতা ফিরিয়ে আনেন।

কিন্তু তারপর থেকে ত্রিপুরার বিজেপি সরকার এবং সেখানকার প্রশাসন পাল্টা তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলতে পারে বলে নানা মহলে আশঙ্কার বাতাবরণ তৈরি হয়েছিল। অবশেষে সেই আশঙ্কাতেই সীলমোহর দিয়ে খোয়াই থানায় দীর্ঘক্ষণ বসে থাকার কারণে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহ আরও চার নেতা নেত্রীর বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে দায়ের করা হল মামলা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!