এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অভিষেকের বিরুদ্ধে তুরুপের তাস কল্যাণ ! বিজেপির অভিযোগের জবাব দিলেন অভিষেক !

অভিষেকের বিরুদ্ধে তুরুপের তাস কল্যাণ ! বিজেপির অভিযোগের জবাব দিলেন অভিষেক !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দিকে দিকে তৃণমূলের গৃহযুদ্ধ নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। অনেকেই বলতে শুরু করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মতানৈক্য তৈরি হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর সেই মতানৈক্য এমন পর্যায়ে পৌঁছেছে যে, টিম মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করতে দেখা যাচ্ছে কল্যান বন্দ্যোপাধ্যায়ের মতো নেতাদের। ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে এই বিষয়টি তুলে ধরে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করা হয়েছে। আর এই পরিস্থিতিতে এবার তৃণমূলের গৃহযুদ্ধ নিয়ে বিজেপির করা মন্তব্যের জবাব দিলেন তৃণমূলেরই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে পাল্টা বিজেপির গৃহযুদ্ধ নিয়ে মন্তব্য করলেন তিনি।

সূত্রের খবর, এদিন একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর সেখানেই তাকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপি যদি কল্যান বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ তোলে, তাহলে তো আমিও অনেক কিছু বলতে পারি। মোদী এবং অমিত শাহকে নিয়ে সত্যপাল মালিক যা বলেছেন, সেটা আগে দেখা হোক। মালিক বলেছেন, প্রধানমন্ত্রীর কাছে দেখা করার পর অমিত শাহর সঙ্গে দেখা করতে গিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসকা সাটিয়া গ্যায়া হ্যায়। কার সম্পর্কে বলেছেন! প্রধানমন্ত্রী সম্পর্কে! অমিত মালব্য আগে তার উত্তর দিক। তারপর কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করবেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করে বিজেপিকে পাল্টা চাপে ফেলে দেওয়ার চেষ্টা করলেন। তিনি বুঝিয়ে দিলেন, তৃণমূল কংগ্রেসের অস্বস্তি বর্তমানে বিজেপি হাতিয়ার করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। কিন্তু বিজেপির অন্দরেও একগুচ্ছ গোষ্ঠীদ্বন্দ্বের মতো ঘটনা ঘটেছে। আর সেই বিষয়টি স্পষ্ট করেই গেরুয়া শিবিরের বিড়ম্বনা বাড়িয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!