এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > অভিষেকের বকুনি জুটতেই তড়িঘড়ি সমন্বয় দেখাতে মরিয়া নেতারা! কিন্তু অনৈক্যের ছবি আরও স্পষ্ট

অভিষেকের বকুনি জুটতেই তড়িঘড়ি সমন্বয় দেখাতে মরিয়া নেতারা! কিন্তু অনৈক্যের ছবি আরও স্পষ্ট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – উত্তরবঙ্গে তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয়। গত লোকসভা নির্বাচনে এই গোষ্ঠী কোন্দলের জন্য উত্তরবঙ্গে একটি আসনও দখল করতে পারেনি শাসকদল। আর এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরকে কেন্দ্র করে প্রস্তুতি নিতে শুরু করেছিলেন নেতারা। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে পা রাখার সাথে সাথেই বার্তা দেওয়ার পরেই এবার ঐক্য বজায় রাখার চেষ্টা করল তৃনমূল কংগ্রেস।

সূত্রের খবর, বুধবার দলের সমস্ত শাখা সংগঠনের সঙ্গে বৈঠক করবে তৃণমূল নেতৃত্ব। মূলত শিলিগুড়িতে গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করতে এবং বিরোধীদের মোকাবিলা করতেই তৃনমূলের এই পদক্ষেপ বলে মত রাজনৈতিক মহলের।প্রসঙ্গত উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি জেলা নেতাদের সপ্তাহে একটি করে সাপ্তাহিক বৈঠক করার নির্দেশ দিয়েছেন। আর সেই নির্দেশকে মান্যতা দিয়েই আজ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের হলঘরে একটি বৈঠক করার কথা জেলা তৃণমূল নেতৃত্বের।

এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূলের মুখপাত্র বেদব্রত দত্ত বলেন, “এই সমন্বয় বৈঠকে দলের গুরুত্বপূর্ণ নেতা, সমস্ত শাখা সংগঠনের নেতৃত্ব এবং পুরসভা ও ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন জনপ্রতিনিধিদের ডাকা হয়েছে। আলোচনা করে আগামী সপ্তাহের জন্য রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শিলিগুড়িতে কোনো দ্বন্দ্ব নেই।” কিন্তু তৃনমূল নেতারা যে কথাই বলুন না কেন, দ্বন্দ্ব বন্ধ করতেই যে এই সমন্বয় বৈঠকের প্রয়োজন হয়ে পড়েছে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, সরকারের নানা উন্নয়নমূলক কর্মসূচির পাশাপাশি বিরোধীদের মোকাবিলা কিভাবে করা হবে, তা এই বৈঠক থেকেই স্থির করা হতে পারে। অর্থ্যাৎ সমন্বয় বৈঠক যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।বিশেষজ্ঞদের একাংশ বলছেন, গত লোকসভা নির্বাচনের পর বারবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করবার বার্তা দেওয়া হয়েছিল। কিন্তু লাভের লাভ কিছু হয়নি। উল্টে বিভিন্ন নেতাদের মধ্যে তৈরি হওয়া সেই দ্বন্দ্ব ভয়াবহ আকার ধারণ করেছে।

আর এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে পা রেখেই নেতাদের নিয়ে বৈঠক করে বার্তা দিয়েছিলেন শিলিগুড়ি জেলা নেতাদের যে, প্রতি সপ্তাহে একটা করে বৈঠক করতে হবে। আর সেই মতই অভিষেকবাবুর সেই নির্দেশ পালন করতে এবার বৈঠকে বসতে শুরু করল জেলা তৃণমূল নেতৃত্ব। তবে সপ্তাহে সমস্ত শাখা সংগঠনকে নিয়ে জেলা তৃণমূল নেতৃত্ব ঐক্য সাধনের জন্য এই বৈঠক করলেও তা কতটা ফলপ্রসূ হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!