এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > অভিষেকের হাত ধরে বড় ভাঙ্গন বিরোধী শিবিরে, তৃণমূলে যোগ হেভিওয়েট বিধায়কের!

অভিষেকের হাত ধরে বড় ভাঙ্গন বিরোধী শিবিরে, তৃণমূলে যোগ হেভিওয়েট বিধায়কের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যের শেষ বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর জয়লাভ রীতিমতো বাম এবং কংগ্রেস শিবিরকে নতুন করে আশার আলো দেখাতে শুরু করেছিল। কিন্তু এবার সাগরদিঘীর সেই কংগ্রেস বিধায়ক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। এদিন ঘাটালে তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তৃণমূলে যোগ দেন সাগরদিঘীর বিধায়ক বাইরন বিশ্বাস। আর তার ফলে রীতিমতো মুখ থুবড়ে পড়ল বিরোধী শিবির।

প্রসঙ্গত, সাগরদিঘী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস জয়লাভ করার পর থেকেই তাকে নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তবে তিনি দলবদল করবেন, এটা স্বপ্নেও কল্পনা করতে পারেনি তার দল কংগ্রেস এবং বামফ্রন্ট। কিন্তু শেষ পর্যন্ত সেই বাইরন বিশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যোগদান করলেন ঘাসফুল শিবিরে। তবে ২০২১ এর বিধানসভা নির্বাচনের পর যে বাম এবং কংগ্রেস কার্যত শূন্য হয়ে গিয়েছিল। কিন্তু তারা বিধানসভায় এই বাইরন বিশ্বাসকে জিতিয়ে কিছুটা হলেও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম হয়। কিন্তু এবার সেই বাইরন বিশ্বাস তৃণমূলে যোগদান করায় বাম এবং কংগ্রেস আবার বিধানসভায় শূন্য হয়ে গেল বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!