এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “অভিষেকের লড়াই কেউ অস্বীকার করতে পারবে না” মন্ত্রীর দায়িত্ব পেয়ে বড় দাবি এই হেভিওয়েটের !

“অভিষেকের লড়াই কেউ অস্বীকার করতে পারবে না” মন্ত্রীর দায়িত্ব পেয়ে বড় দাবি এই হেভিওয়েটের !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দলে ক্রমশ গুরুত্ব বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যেই তার অনুগামীদের সাংগঠনিক বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রীসভাতেও তার অনুগামীদের আধিক্য বাড়ছে বলে মনে করছেন একাংশ। আর এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই যে কেউ অস্বীকার করতে পারবে না, সেই বিষয়টি তুলে ধরলেন রাজ্য মন্ত্রিসভায় নয়া দায়িত্ব পাওয়া পার্থ ভৌমিক।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে পার্থবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তরে রাজ্যের এই নয়া মন্ত্রী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লড়াই 2021 সালে করেছেন, বাংলার কোনো মানুষ সজ্ঞানে তাকে অস্বীকার করতে পারবেন না। কেউ বিরোধিতা করার জন্য অস্বীকার করতেই পারেন। কিন্তু সজ্ঞানে করতে পারবেন না। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে রনকৌশল তৈরি করে আমরা লড়াই করেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মত সেনাপতি আজকে বাংলার অন্য কোনো দলে, কোনো জায়গায় নেই।” অর্থাৎ দলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধীরে ধীরে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন, তা স্পষ্ট করে দিলেন পার্থ ভৌমিক। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!