এখন পড়ছেন
হোম > জাতীয় > অভিষেকের মাস্টারস্ট্রোক? বিধানসভা ভোটের আগেই গোপনে তেজস্বীর দূতের সঙ্গে সেরে রাখলেন বৈঠক?

অভিষেকের মাস্টারস্ট্রোক? বিধানসভা ভোটের আগেই গোপনে তেজস্বীর দূতের সঙ্গে সেরে রাখলেন বৈঠক?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনে বিজেপি যেভাবে তৃণমূল কংগ্রেসের ওপর চাপ বাড়াতে শুরু করেছে, তাতে রীতিমত চ্যালেঞ্জের মুখে পড়েছে রাজ্যের শাসক দল। যেনতেন প্রকারেন তৃতীয়বারের জন্য রাজ্যের ক্ষমতা দখল করতে এখন রীতিমত মরিয়া হয়ে উঠেছে ঘাসফুল শিবির।

অতীতে লোকসভা নির্বাচনের সময় বিভিন্ন বিজেপি বিরোধী দল নিয়ে মহাজোট গঠন করতে উদ্যত হয়েছিলেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিজেপিকে আটকানোর জন্য সেই মহাজোট ঠিকমত সাফল্য পায়নি। তবে সামনে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে আবার কি বিজেপিকে আটকানোর লক্ষ্যে এবার লালুপ্রসাদ যাদবের হাত ধরতে চলেছে তৃণমূল কংগ্রেস?

সূত্রের খবর, লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদবের দূত হিসেবে কলকাতায় এসেছেন দলের দুই নেতা আব্দুল বারিক সিদ্দিকী এবং শ্যাম রজক। জানা গেছে, সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। আর এরপরই জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে, তাহলে কি বাংলায় বিজেপিকে আটকাতে এবার লালুপ্রসাদ যাদবের দলের সঙ্গে জোট করতে চলেছে তৃণমূল কংগ্রেস?

অনেকে বলতে শুরু করেছেন, বিজেপির প্রভাব বাংলায় ক্রমশ বাড়ছে। বর্তমানে এমন পরিস্থিতি শুরু হয়েছে যে, তৃণমূলের হেভিওয়েট নেতারা গেরুয়া শিবিরে নাম লেখাতে শুরু করেছেন। যার ফলে তৃণমূল কংগ্রেস এমনিতেই অস্বস্তির মুখে পড়েছে। তাই এই পরিস্থিতিতে সেই বিজেপিকে চাপে রাখতে লালুপ্রসাদ যাদবের দলের সঙ্গে আলোচনা করে রীতিমত জোট গঠন করার দিকেই যেতে চলেছে তৃণমূল কংগ্রেস বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, আরজেডি এতকাল বামেদের সঙ্গে জোট করেছিল। কিন্তু রাজ্যে বামেদের প্রবল বিরোধী দল হিসেবে পরিচিত তৃণমূল কংগ্রেস। সেদিক থেকে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড তথা যুব তৃনমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরজেডি নেতাদের বৈঠকের পর বামেদের সঙ্গে কি তাদের সম্পর্কে ইতি আসতে চলেছে? এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন।

এদের এই প্রসঙ্গে আরজেডি নেতারা জানান, “এই মুহূর্তে বিজেপি গোটা দেশে যেভাবে চলছে, তাতে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে বিরোধীদের। বাংলায় বিজেপিকে আটকে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। আমরা সেই বার্তা নিয়ে অভিষেকের সঙ্গে বৈঠক করেছি। আসন বন্টন নিয়ে কোনো আলোচনা হয়নি।”

তবে আরজেডির পক্ষ থেকে লালুপ্রসাদ যাদবের পুত্রের দূত হিসেবে বাংলায় এসে দুই নেতার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক যে বিজেপির কাছে কিছুটা হলেও চাপের কারণ, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!