এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অভিষেকের রোড শোর দিনেই ডায়মন্ডহারবারের বিজেপি প্রার্থীর ওপর হামলা, ভর্তি হাসপাতালে!

অভিষেকের রোড শোর দিনেই ডায়মন্ডহারবারের বিজেপি প্রার্থীর ওপর হামলা, ভর্তি হাসপাতালে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের বেশ কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন তিনি। এবার ডায়মন্ডহারবারের বিজেপি প্রার্থী হয়েছেন এখানকার বিদায়ী বিধায়ক তথা তৃণমূলের প্রাক্তন নেতা দীপক হালদার। স্বাভাবিক ভাবেই এটা যেমন দীপকবাবুর কাছে গড় রক্ষার চ্যালেঞ্জ, ঠিক তেমনই তৃণমূলের কাছে নিজেদের আসন ধরে রাখার চ্যালেঞ্জ।

আর এই পরিস্থিতিতে লড়াই যখন জমে উঠেছে, ঠিক তখনই প্রচার চলাকালীন বিজেপি প্রার্থী দীপক হালদারের উপর হামলা করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আর তাৎপর্যপূর্ণভাবে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো রয়েছে ডায়মন্ডহারবারে। আর তার আগে বিজেপি প্রার্থীর ওপর এই ধরনের হামলা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এলাকাজুড়ে।

জানা গেছে, এদিন বিজেপি প্রার্থী দীপক হালদার প্রচার করার সময় তার ওপর হামলা করা হয়। যেখানে প্রধান অভিযোগ উঠেছে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। ইতিমধ্যেই আক্রান্ত বিজেপি প্রার্থীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। স্বাভাবিক ভাবেই এই ঘটনার পরেই রাস্তা অবরোধ করে রীতিমত বিক্ষোভ দেখাতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি।

বলা বাহুল্য, এই ডায়মন্ডহারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকা। তাই তার রোড শো এর আগে তৃণমূলের প্রাক্তন নেতা তথা বর্তমান বিজেপি প্রার্থীর ওপর এই ধরনের হামলা যে তৃণমূল কংগ্রেসকে কিছুটা হলেও অস্বস্তির মুখে ফেলে দিল, তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পদ্মফুল শিবিরের দাবি, হরিদেবপুর অঞ্চলে প্রচারে যাওয়ার সময় লাঠিসোটা এবং ধারালো অস্ত্র নিয়ে বিজেপি নেতা কর্মীদের ওপর হামলা চালিয়েছে তৃণমূল। যদিও বিজেপির তোলা এই অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে ঘাসফুল শিবির। এদিন এই প্রসঙ্গে ডায়মন্ডহারবার বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পান্নালাল হালদার বলেন, “এই ঘটনায় আমাদের কোনো হাত নেই। আমরা প্রচারে ব্যস্ত। এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফসল।”

বিশ্লেষকরা বলছেন, এমনিতেই ভোটের সময় বিভিন্ন জায়গায় শাসক-বিরোধী সংঘর্ষ সামনে আসতে শুরু করেছে। তবে তৃণমূলের শক্ত ঘাঁটি তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকায় যেভাবে বিজেপি প্রার্থীর ওপর হামলা হল, তা নিঃসন্দেহে নজিরবিহীন। কিছুদিন আগেই ঘাসফুল শিবির ত্যাগ করে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন এই দীপক হালদার।

আর এবার ভোটের প্রচার করতে গিয়ে তার উপর এই হামলা এবং তার পরিপ্রেক্ষিতে বিজেপির বিক্ষোভ তৃণমূল কাছে যথেষ্ট চাপে ফেলে দেবে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!