এখন পড়ছেন
হোম > রাজ্য > অভিষেকের শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ, গুরুত্বপূর্ণ তথ্য পেল সিবিআই

অভিষেকের শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ, গুরুত্বপূর্ণ তথ্য পেল সিবিআই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রবিবার ভাষা দিবসের দিন আচমকাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহধর্মীনি এবং তার শ্যালিকাকে। আর তারপর থেকেই উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। তৃণমূলের চালিকাশক্তি যে বন্দ্যোপাধ্যায় পরিবার, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী এবং শালিকাকে এই ধরনের নোটিশ রীতিমত শাসকদলের অস্বস্তি বাড়িয়ে দেয়। তবে অবশেষে আজ প্রায় আড়াই ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালীকা মেনকা গম্ভীরাকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।যে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে তারা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

জানা গেছে, বিদেশের অ্যাকাউন্টে আর্থিক লেনদেন থেকে শুরু করে ব্যবসা, একাধিক বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গেছে, আজ বেলা তিনটে আট মিনিট নাগাদ মেনকা গম্ভীরার আবাসনে ঢোকে সিবিআই আধিকারিকরা। আর সেখান থেকেই তারা বিস্তারিত তথ্য জানতে পারেন। আর এই তথ্যের ওপর ভিত্তি করেই আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরা করা হবে বলে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকেই বলতে শুরু করেছেন, নিঃসন্দেহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের দুই সদস্যকে এই ধরনের নোটিশ পাঠানো ঘাসফুল শিবিরের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সেই রুজিরাদেবীর বোনকেও নোটিশ পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। স্বাভাবিক ভাবেই তাদের কবে জেরা করা হয়, তার দিকে নজর ছিল সকলের।

অবশেষে আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে বেশকিছু সদস্য রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বোন মেনকা গম্ভীরাকে জেরা করে। আর সেই জেরা থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য উঠে এসেছে বলে জানা যাচ্ছে। স্বাভাবিকভাবেই এই তথ্য ঘাসফুল শিবিরের অস্বস্তি বাড়িয়ে দেয়, নাকি তদন্ত প্রক্রিয়াকে অন্য কোনো দিকে নিয়ে যায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!