এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “অভিষেকের সঙ্গে সম্পূর্ণ একমত” বিদ্রোহের পরেই এ কোন সুর মদনের! তুঙ্গে জল্পনা!

“অভিষেকের সঙ্গে সম্পূর্ণ একমত” বিদ্রোহের পরেই এ কোন সুর মদনের! তুঙ্গে জল্পনা!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট– শনিবারই এসএসকেএমের পরিষেবা নিয়ে সোচ্চার হয়ে দল এবং সরকারের বিড়ম্বনা বাড়িয়ে দিয়েছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। আর সেদিনই প্রায় নয় ঘন্টা সিবিআইয়ের মুখোমুখি জেরার সম্মুখীন হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে বাইরে বেরিয়ে এসে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, তাকে জেরা করে সময় নষ্ট করা হয়েছে।

শুধু তাই নয়, তিনি যে বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার হয়েই থাকবেন, সেই কথাও স্পষ্ট করেছেন তিনি। আর এই পরিস্থিতিতে এবার রবিবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে তার প্রশংসায় পঞ্চমুখ হলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তবে হঠাৎ করেই শনিবার এসএসকেএম নিয়ে বিদ্রোহের পর রবিবার কেন এতটা সুর বদল মদনবাবুর গলায়, তা নিয়ে নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন।

সূত্রের খবর, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে মদন মিত্রকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই তৃণমূল বিধায়ক বলেন, “অভিষেক একদম ঠিক কথা বলেছে। ওকে ডেকে তো শুধুমাত্র সময় নষ্ট করা হয়েছে। ও বলেছে, ও লড়াই করবে বাংলার রয়্যাল বেঙ্গল টাইগারের মত। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সঙ্গে একদম সহমত।”

পর্যবেক্ষকদের মতে, এসএসকেএম নিয়ে বক্তব্যের পরে মদন মিত্রের ভূমিকা নিয়ে কিছুটা হলেও অসন্তুষ্ট হতে পারে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তবে মদনবাবু অবশ্য প্রথম থেকেই জানিয়ে দিয়েছেন তিনি দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন না। তাই এই পরিস্থিতিতে দলের চোখে ভালো হতেই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে সম্পূর্ণরূপে সমর্থন জানিয়ে হেডলাইনে আসার চেষ্টা করলেন এই তৃণমূল বিধায়ক, ইতিমধ্যেই তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!