এখন পড়ছেন
হোম > জাতীয় > অভিষেকের সভার পরেই ত্রিপুরাতে খেলা শুরু তৃণমূলের! ব্যাপক চাপে বিজেপি!

অভিষেকের সভার পরেই ত্রিপুরাতে খেলা শুরু তৃণমূলের! ব্যাপক চাপে বিজেপি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কিছুদিন আগেই ত্রিপুরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। ত্রিপুরা প্রশাসনের বাধাদান এবং তার পরিপ্রেক্ষিতে আদালতের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। পরবর্তীতে আদালতের রায়ে জয় হয় ঘাসফুল শিবিরের। আর তারপরেই সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূল কংগ্রেস ত্রিপুরাতে সংগঠন গড়তে উদ্যোগী হলেও, তাতে গুরুত্ব দিতে নারাজ ছিল ভারতীয় জনতা পার্টি।

তাদের দাবি, আগে এসব আসনে প্রার্থী দিয়ে দেখাক তৃণমূল কংগ্রেস। তারপরে তারা ত্রিপুরা দখলের চিন্তা-ভাবনা করবে। কিন্তু বিজেপির এই চ্যালেঞ্জকে গ্রহণ করে নিয়ে এবার আগরতলার পৌরসভা নির্বাচনে রীতিমতো পদক্ষেপ নিতে দেখা গেল ঘাসফুল শিবিরকে। যেখানে একেবারে নিজেদের 51 জন প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিল তৃণমূল নেতৃত্ব।সূত্রের খবর, আজ ত্রিপুরা প্রদেশ তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে আগরতলা পৌরসভা নির্বাচনের জন্য 51 জন প্রার্থীকে নিয়ে মনোনয়নপত্র দাখিল করা হয়। যেখানে উপস্থিত ছিলেন প্রদেশ তৃণমূলের স্টিয়ারিং কমিটির কনভেনার সুবল ভৌমিক সহ অন্যান্যরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, তৃনমূল কংগ্রেস এই পদক্ষেপ নিয়ে বিজেপির চোখে চোখ রেখে লড়াই করার পথে হাঁটতে সক্ষম হল। অর্থাৎ এতদিন বিজেপির পক্ষ থেকে দাবি করা হত, তৃণমূল কংগ্রেসের ত্রিপুরাতে কোনো চিহ্ন নেই। তারা সব আসনে প্রার্থী দিতে পারবে না। কিন্তু ঘাসফুল শিবির এই পদক্ষেপ নিয়ে বুঝিয়ে দিল যে, তারা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করবে। স্বাভাবিক ভাবেই তৃণমূল 51 টি আসনে লড়াই করার বার্তা দেওয়ায় ভারতীয় জনতা পার্টি যে কিছুটা হলেও চাপের মুখে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!