এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অভিষেকের নাম করে প্রতারনা? ওএসডির কেলেঙ্কারিতে চরম বিপাকে ববি হাকিম!

অভিষেকের নাম করে প্রতারনা? ওএসডির কেলেঙ্কারিতে চরম বিপাকে ববি হাকিম!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আরজিকর নিয়ে যখন প্রচন্ড অস্বস্তি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস, ঠিক তখনই সেই শাসক দলের মধ্যেই কি লেগে গেল চূড়ান্ত দ্বন্দ্ব? কেননা যে খবর পাওয়া যাচ্ছে, তা নিয়ে রীতিমতো আলোড়ন তৈরি হয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। যেখানে একেবারে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে সরকারি প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করার অভিযোগ উঠেছে মেয়র ববি হাকিমের ওএসডির বিরুদ্ধে।

সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই মেয়র ববি হাকিমের ওএসডি কালীচরণ ব্যানার্জীর বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বেশ কিছু অভিযোগ জমা করতে শুরু করেছিল। একাধিক ব্যক্তি তার নাম করে অভিযোগ জমা দিতে শুরু করেন। আর সেই অভিযোগ নিয়েই সমস্ত কিছু খোঁজ খবর করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস।

ইতিমধ্যেই সেই ববি হাকিমের ওএসডি কালীচরণ ব্যানার্জির বিরুদ্ধে শেক্সপিয়র থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর। স্বাভাবিক ভাবেই মেয়রের ওএসডির বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে প্রতারণা করার ঘটনায় রীতিমত আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। আগামী দিনে গোটা বিষয় কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!