এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অভিষেকের স্ত্রীকে সিবিআই নোটিশ দেওয়া নিয়ে মুখ খুললেন ফিরহাদ, রাজনৈতিক ভাবে লড়াইয়ের চ্যালেঞ্জ মন্ত্রীর!

অভিষেকের স্ত্রীকে সিবিআই নোটিশ দেওয়া নিয়ে মুখ খুললেন ফিরহাদ, রাজনৈতিক ভাবে লড়াইয়ের চ্যালেঞ্জ মন্ত্রীর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে ক্রমশ চাপ বাড়ছে তৃণমূল কংগ্রেসের। রবিবার ভাষা দিবসের দিন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহধর্মিনীকে সিবিআইয়ের পক্ষ থেকে একটি নোটিশ দেওয়া হয়। যেখানে কয়লা কাণ্ডে তাকে জেরা করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকেই নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্বাভাবিকভাবেই নির্বাচনের আগে কেন্দ্রের তদন্তকারী সংস্থা এভাবে সক্রিয়তা অবলম্বন করায় এখন প্রশ্ন ছুড়ে দিতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এবার এই ব্যাপারে মন্তব্য করে বিজেপিকে কড়া ভাষায় চ্যালেঞ্জ জানালেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। যেখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে পেরে উঠতে না পেরে বিজেপি এই ধরনের কাজ করছে বলে অভিযোগ করলেন তিনি। পাশাপাশি বিজেপিকে রাজনৈতিকভাবে লড়াই করার চ্যালেঞ্জ জানাতে দেখা গেল তাকে।

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “আমরা রাজনীতি করি। তার মধ্যে বাড়ির মহিলাদের টেনে আনি না। কিন্তু এখন বাড়ির মহিলাদের টেনে আনা হচ্ছে। যেটা উচিত না। কিন্তু সেটাই হচ্ছে। এর আগে নির্বাচনের সারদা, নারদার প্রসঙ্গ তোলা হয়েছিল। তারপর থমকে গিয়েছে। তাতে যাদের নাম ছিল, তার একদল এখন বিজেপিতে চলে গেছে। আমি বলছি, বিজেপি বাপের বেটা হলে রাজনৈতিক ভাবে লড়ে দেখাক। এসব অন্যায় হচ্ছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ ফিরহাদ হাকিম একথা বলে বুঝিয়ে দিতে চাইলেন যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সহধর্মিণী যথেষ্ট স্বচ্ছ। কিন্তু তা সত্ত্বেও বিজেপি নির্বাচনের আগে এখন এইভাবে কেন্দ্রীয় সরকারি সংস্থাকে দিয়ে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে গেরুয়া শিবিরের বিরুদ্ধে সরব হয়ে বিজেপির ক্ষমতা থাকলে রাজনৈতিকভাবে লড়াই করুক বলে চ্যালেঞ্জ জানালেন তৃণমূল কংগ্রেসের এই হেভিওয়েট নেতা।

বিশ্লেষকদের মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড-ইন-কমান্ড। তিনি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের ভাইপো। দলের সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাকেই নিতে দেখা যায় বলে দাবি করেন সকলে। আর এই পরিস্থিতিতে সদ্য তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে যাওয়া শুভেন্দু অধিকারী নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করতে শুরু করেছিলেন। এক্ষেত্রে দুর্নীতিকে প্রধান হাতিয়ার করে তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতিকে আক্রমণ করেছিলেন তিনি।

আর তারপরই ভাষা দিবসের দিন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহধর্মিনীকে সিবিআইয়ের পক্ষ থেকে নোটিশ দেওয়ায় কার্যত অস্বস্তি বেড়েছে তৃণমূল কংগ্রেসের। তবে এই ব্যাপারে এবার মুখ খুলে বিজেপিকে পাল্টা চাপে ফেলে দেওয়ার চেষ্টা করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!