এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > SDO দ্বারা নিগৃহীত শিক্ষক-এর পাশে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ, অভিষেকবাবু নিতে যাচ্ছেন চরম পদক্ষেপ

SDO দ্বারা নিগৃহীত শিক্ষক-এর পাশে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ, অভিষেকবাবু নিতে যাচ্ছেন চরম পদক্ষেপ


রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের একাংশ কি আর রাজ্যের প্রাথমিক শিক্ষকদের – শিক্ষকের পর্যায়ে মানেন না? শিক্ষক হিসাবে ছেড়ে দিন, তাঁরা কি আর প্রাথমিক শিক্ষকদের ‘মানুষের’ গোত্রেও ভাবেন না? প্রশ্নটা উঠছে এবং প্রশ্নটা তুলছেন শিক্ষকদেরই একাংশ এবং এই নিয়ে ধুন্ধুমার আজ পূর্ব-বর্ধমান অতিরিক্ত জেলা শাসকের দপ্তর। পূর্ব-বর্ধমানের অন্তর্গত নীলপুর হরিপদ এফ পি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিষেক মন্ডলের সঙ্গে যা হয়েছে – তার জেরেই বর্তমানে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ আর সমালোচনার ঝড় বয়ে চলেছে। আর আজ তাঁর পাশে এসে দাঁড়িয়েছে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। জানা যাচ্ছে যে আজ SDO দ্বারা নিগৃহীত শিক্ষক শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সাহায্যে SDO বর্ধমানকে আইনী চিঠি দেবে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

প্রসঙ্গত,  অভিষেকবাবুকে যে ভাষায় আক্রমণ করেছিলেন SDO সাহেব তা এইপ্রকার – – কত দিন চাকরি করছেন? আপনার চাকরি খেতে আমার কয়েক মিনিট লাগবে! কোন এসআই, কোন নেতা আপনাকে বাঁচাতে আসবে? আপনি কি ভাবেন এখানে সব গরু-ছাগল বসে আছে? কত বড় নেতা হয়েছেন আপনি? টিআইসি বলে ক্ষমতা দেখাচ্ছেন? আপনাকে প্রথমে সাসপেন্ড করব, তারপর বেতন বন্ধ করব, তারপর তিন বছর জেল খাটাবো – পরে, কোর্টে আপনার সাথে দেখা হবে! থাবরে আপনার মুখ ভেঙে দেব – আপনার এত বড় সাহস যে আপনি ইলেকশন ডিউটি নিতে অস্বীকার করেছেন? করেন তো প্রাইমারি চাকরি, কি ভাবেন নিজেকে? দেখবেন আমার ক্ষমতা? আপনাদের চাবকে পিঠের ছাল তুলে দেওয়া উচিত। চলে যান আমার সামনে থেকে, আমি আপনার মুখ দেখতে চাই না!

শিক্ষক অভিষেকবাবুর করুন জানিয়েছিলেন, উক্ত অত্যন্ত অসম্মানজন কথাবার্তা ও মানসিক হেনস্থার পর থেকে আমি মানসিক ভাবে সম্পুর্ন বিধ্বস্ত এবং অসুস্থ বোধ করছি। আর এই ঘটনা সামনে আসতেই সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে গোটা রাজ্য জুড়ে। আর শিক্ষক ঐক্য মঞ্চকে পাশে পেয়ে এই অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে পরিবারের ঝড় তুলতেই এই পদক্ষেপ নিয়েছেন অভিষেকবাবু বলে জানা গেছে।

এই প্রসঙ্গে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের অন্যতম শীর্ষনেতা মইদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, শিক্ষকরা ভবিষৎ প্রজন্মকে তৈরী করে আর আজ সেই গুরুই অবহেলিত অপমানিত। অভিষেকবাবুর সাথে যা হয়েছে তাও চরম অন্যায়। এমন ঘটনা প্রতিনিয়ত কোথাও না কোথায় শিক্ষকদের সাথে ঘটে চলেছে। আর সেই অন্যায়ের প্রতিবাদের জন্যই এই শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। আর তাই আমরা অভিষেকবাবুর সাথে ছিলাম,আছি ও ভবিষ্যতেও থাকবো। আমরা অন্য সমস্ত শিক্ষকদের কাছে অনুরোধ করছি তাঁরা যেন এই অন্যায়ের প্রতিবাদে আমাদের সঙ্গে থাকেন,পাশে থাকেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!