এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবিষ্কার হয়ে গেল করোনার টিকা? বিজ্ঞানীদের দাবি ঘিরে শোরগোল গোটা বিশ্বে!

আবিষ্কার হয়ে গেল করোনার টিকা? বিজ্ঞানীদের দাবি ঘিরে শোরগোল গোটা বিশ্বে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রায় তিন মাস বা কোথাও কোথাও তারও বেশি সময় ধরে চলছে লড়াই। দেশজ বিভিন্ন উপায়ে ঠেকিয়ে রাখা হচ্ছে এই রোগকে। কিন্তু ওষুধ না পাওয়া অব্দি নিস্তার নেই। সাধারণ মানুষের মনেও নেও স্বস্তি। তাই ভরসার মুখ বিজ্ঞানীরা। কিছু দিন আগে রাশিয়া, ব্রিটেন বা ইজরায়েলের মতো দেশ থেকে মিলছিল ভালো খবর মেলার সংকেত। এবার সেই তালিকায় যুক্ত হল নাইজেরিয়ার না। যা একপ্রকার চমকই বলা চলে।

একদল নাইজিরীয় বৈজ্ঞানিক দাবি করেছেন, করোনা ভাইরাসের টিকা খুঁজে পেয়েছেন তাঁরা। শুক্রবার নাইজিরীয়ান ইউনিভার্সিটিজ সায়েন্টিস্টস নামে একটি সংস্থা এই দাবি করেছে। করোনায় এখনও পর্যন্ত গোটা বিশ্বে ৪ লক্ষ ৬৫ হাজার -এর বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ওসুনের এডে-তে অ্যাডিলেকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল ভাইরোলজি, ইমিউনোলজি ও বায়োইনফরমেটিক্স বিশেষজ্ঞ ওলাডিপো কোলাওলে এই গবেষকদের প্রধান। তিনি বলেছেন, “আফ্রিকায় আফ্রিকানদের জন্য মূলত তৈরি হয়েছে এই টিকা। এর এখনও নাম দেওয়া হয়নি। তবে শুধু আফ্রিকানদের জন্য নয়, অন্যান্য দেশের মানুষের ওপরেও এই টিকা কাজ করবে।” তবে একই সঙ্গে তিনি বলেছেন, “এটি জনগণের জন্য এনে দিতে এখনও আরও অন্তত ১৮ মাস লাগার কথা। কারণ এখনও বহু পরীক্ষা নিরীক্ষা চলছে, মেডিক্যাল কর্তৃপক্ষেরও অনুমোদন চাই।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কোলাওলে জানিয়েছেন, প্রাথমিকভাবে ৭.৮ মিলিয়ন নাইজিরীয় নাইরাস অর্থাৎ ২০,০০০ মার্কিন ডলার পুঁজি করে শুরু হয়েছিল তাঁদের গবেষণা। কাজ চলে ট্রিনিটি ইমিউনোডেফিসিয়েন্ট ল্যাবোরেটরি ও হেলিক্স বায়োজেন কনসাল্টে। গোটা আফ্রিকা থেকে করোনা জীবাণুর নমুনা সংগ্রহ করে তার জেনোমের ওপর তাঁরা বিস্তারিত গবেষণা করছেন, যাতে টিকা নিরাপদ হয়। গবেষণার পরেই তাঁরা তৈরি করেছেন করোনা টিকা।

 

অধ্যাপক সলোমন অ্যাডেবোলা জানিয়েছেন, তাঁদের গবেষণাগার থেকে করোনা অতিমারীর জবাব বার হয়েছে বলে তাঁরা গর্বিত। এবার এই টিকা সকলের হাতে পৌঁছে দিতে চান তাঁরা। অধ্যাপক জুলিয়াস ওলোকেরও দাবি, তাঁরা সত্যিই তৈরি করেছেন এই টিকা, বারবার এ নিয়ে পরীক্ষা করেছেন। শুধু আফ্রিকানদের জন্য বার হলেও অন্য জায়গার মানুষের ওপরেও এটি প্রয়োগ করা যেতে পারে। এ জন্য তাঁরা বিস্তৃত গবেষণা করেছেন। আফ্রিকান জনগোষ্ঠীর করোনার ওষুধের থেকে বেশি জরুরি করোনার টিকা, তাই তাঁদের গবেষণা তাতেই কেন্দ্রীভূত ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গোটা বিশ্বে অন্তত ১৩টি করোনা টিকা পরীক্ষামূলকভাবে মানব শরীরে প্রয়োগ করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!