এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই! কি প্রতিক্রিয়া তৃণমূলের? জানুন বিস্তারিত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই! কি প্রতিক্রিয়া তৃণমূলের? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত হল সিবিআই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেওয়া হয়েছে। কয়লা পাচার কাণ্ডের তদন্তে জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে। আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই আগমন অস্বস্তিতে ফেলে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলকে। এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসামূলক ঘটনা বলে অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূলের।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই আধিকারিকদের আগমন প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানালেন যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করা হচ্ছে। প্রথম দিন থেকেই আক্রমণ করা হচ্ছে তাঁকে। কিন্তু বিজেপি কোন প্রমাণ দেখাতে পারছে না। তিনি যথাযথ প্রমানের দাবি করেছেন। তিনি জানিয়েছেন, আইনি পথে নিশ্চিত লড়াই হবে। তিনি প্রশ্ন করেছেন, সারোদা, নারোদা নিয়ে এখনো কোনো ব্যবস্থা কেন নিচ্ছে না সিবিআই?

তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ জানালেন, সারদার কর্ণধার সুদীপ্ত সেন চিঠি দিয়েছেন। যে চিঠিতে শুভেন্দু অধিকারী, মুকুল রায়ের নাম রয়েছে। কিন্তু কেন তাঁদের গ্রেফতার করা হচ্ছে না? প্রশ্ন করেছেন তিনি। এর সঙ্গে সঙ্গে বিজেপি নেতা শোভন চট্টপাধ্যায়কে সিবিআইয়ের গ্রেপ্তার করা উচিত, বলে দাবি করেছেন তিনি। তিনি অভিযোগ করেছেন যে, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এভাবে সিবিআই পাঠানো হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় জানালেন যে, এটা জানাই ছিল। প্রতিহিংসা হবে, ভয় দেখানো হবে। তিনি জানিয়েছেন, সিবিআই, ইডি দেখিয়ে তৃণমূলকে ভয় দেখানো যাবে না। তাঁর কথায় নোটিশ এসেছে, আইনিভাবে এর যোগ্য জবাব দেয়া হবে। তিনি জানালেন, বিজেপির হাতে কোন কিছু নেই। এমন যে কিছু একটা হবে, সে কথা জানাই ছিল। তবে এই ঘটনায় ভীত নয় তৃণমূল।

অন্যদিকে, তাঁর স্ত্রীকে সিবিআইয়ের নোটিশ দেয়া প্রসঙ্গে টুইট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন যে, আজ দুপুর দুটোর সময় তাঁর স্ত্রীর নামে সিবিআই নোটিশ পাঠিয়েছে। দেশের আইনের প্রতি তাঁর পূর্ণ আস্থা আছে। যদি কেউ মনে করে তাঁদের ভয় দেখানো হবে। তাহলে তাঁরা ভুল করছেন। তাঁরা কখনও মাথা নত করেন না। অন্যদিকে, এ ঘটনা প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানালেন, কেউ যদি বেআইনি কয়লা পাচার কাণ্ডে জড়িত থাকে, তাহলে সিবিআই নোটিশ পাঠাতেই পারে।

তবে, নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন তিনি। তিনি জানিয়েছেন, কোন অপরাধী যেন নিস্কৃতি না পায়। তবে, তাঁর কথায়, তিনি এর মধ্যে অবাক হওয়ার মত কিছু দেখছেন না। কারণ, বাংলার সকলেই জানেন, কয়লা পাচার, গরু পাচার, বালি পাচারের সঙ্গে সরকারি দল তৃণমূলের একটা বিরাট অংশ জড়িত। তৃণমূলের নেতা নেত্রী, প্রশাসনের বড় বড় কর্তা এর সঙ্গে জড়িত আছেন। তাই এরকম নোটিশ সিবিআই পাঠাতেই পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!