এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ

অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠিয়ে দিল্লিতে তলব করেছে ইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ইডির দপ্তরে তলব করা হয়েছে। কয়লা কাণ্ডে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে তলব করা হয়েছে তাঁকে ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। এই ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ করেছে তৃণমূলে। এবার এই ইস্যুতে বক্তব্য রাখলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, ভাইপোর ১২ কোটি টাকার বাড়ি কোথা থেকে এসেছে? সকলেই তা জানেন। তাই নির্বাচনে খানিকটা উত্তর দিয়েছেন অনেকে। দিলীপ ঘোষের কটাক্ষ, এতদিন ধরে খাচ্ছিলেন, আরাম করছিলেন। এখন কান ধরে টান মেরেছে বলে মনে পড়ছে। তাঁর প্রশ্ন, সিবিআইতে তৃণমূলের এত আপত্তি কোথায়? একসময় বর্তমান মুখ্যমন্ত্রী কথায় কথায় সিবিআই তদন্ত চাইতেন। তাহলে আজ এত রাগ কেন?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দিলীপ ঘোষের এই বক্তব্যের জবাবে তৃণমূল সাংসদ সৌগত রায় জানালেন যে, আপত্তি অবশ্যই আছে। কারন কেন্দ্রীয় এজেন্সিগুলো বর্তমান সরকারের মুখপাত্র হয়ে গেছে। তিনি জানান, দিলীপ ঘোষ কোন মুখে কথা বলছেন, তাঁদের দলতো ভোটে হেরে গেছে। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব প্রসঙ্গে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে, প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। যখনই কোন রাজনৈতিক চাপে পড়ছে কেন্দ্রীয় সরকার, তখনই বিরোধী দলগুলোকে সিবিআই, ইডি দিয়ে চাপে ফেলার চেষ্টা করা হচ্ছে। তৃণমূল নেতা তাপস রায় জানিয়েছেন যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভারতীয় রাজনীতিতে উজ্জ্বল মুখ, তাই প্রতিহিংসার পথে যেতে চাইছে বিজেপি। কিন্তু এসব করে কোন লাভ হবে না। মানুষ তৃণমূলের পাশেই আছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!