এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অবসর নিয়েও চরম বিপাকে আলাপন, রক্ষা করতে পারবেন মমতা! বাড়ছে জল্পনা!

অবসর নিয়েও চরম বিপাকে আলাপন, রক্ষা করতে পারবেন মমতা! বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   চাকরি জীবনের শেষ কালে চরম বিতর্কের মুখে পড়েছেন তিনি। অতীতে এমন ঘটনা রাজ্যের কোনো মুখ্যসচিবকে নিয়ে হয়েছে কিনা, তা মনে করতে পারছে না প্রশাসনিক মহলের আধিকারিকরা। কিন্তু আলাপন বন্দ্যোপাধ্যায় অবসর নেওয়ার আগে তার সঙ্গে কেন্দ্র এবং রাজ্যের দড়ি টানাটানিতে যে ঘটনা ঘটল, তা কার্যত বাংলার রাজনৈতিক এবং প্রশাসনিক ইতিহাসে লেখা থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

চাকরি জীবনের শেষ দিনে অর্থাৎ গত 31 তারিখে অবসর নেওয়ার আগে যাতে তিনি কেন্দ্রের চাকরিতে যোগ দেন, তার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নির্দেশ পাঠানো হয়েছিল। তবে প্রথম থেকেই এর বিরোধিতা করে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনোভাবেই আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছাড়া হবে না বলে জানিয়ে দেন তিনি। এমনকি কেন্দ্রের এই সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলেও দাবি করতে শুরু করেন বাংলার প্রশাসনিক প্রধান।

আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই চাকরি জীবনের শেষ নবান্নে করেন আলাপন বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, মুখ্যসচিব পদ থেকে নির্দিষ্ট দিনে অবসর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মত আগামী তিন বছরের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে নিয়োগ আলাপনবাবু। আর এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের নির্দেশ না মানায় সেই আলাপন বন্দ্যোপাধ্যায়কে শোকজ কাজ করা হয়েছিল। তবে এবার তার বিরুদ্ধে আরও কোনো ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র করে গুঞ্জন ছড়িয়ে পড়ল।

বিশেষ সূত্র মারফত খবর, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আলাপন বন্দ্যোপাধ্যায়ের চাপ বাড়িয়ে তার বিরুদ্ধে এফআইআর করে ফৌজদারি প্রক্রিয়া শুরু হতে পারে। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কলাইকুন্ডাতে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে তৎকালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতির বিষয়টি তুলে ধরা হতে পারে। অর্থাৎ নিজের দায়িত্ব এবং কর্তব্য ভাঙার অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে কেন্দ্র বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের ঘনিষ্ঠদের দাবি, আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাল মিলিয়ে প্রধানমন্ত্রীর সেই বৈঠকে উপস্থিত থাকেননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এক্ষেত্রে দুর্যোগ-পরবর্তী এই বৈঠকে উপস্থিত না থেকে নিজের দায়িত্ব পালন করেননি রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব। তাই তার বিরুদ্ধে ফৌজদারি প্রক্রিয়া শুরু করা হতে পারে। তবে বর্তমানে আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা। ফলে যদি আবার নতুন করে আলাপনবাবুর বিরুদ্ধে এই পদক্ষেপ গ্রহণ করে কেন্দ্র, তাহলে রাজ্যের সঙ্গে কেন্দ্রের দ্বৈরথ চরম আকার ধারণ করবে বলেই আশঙ্কা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকদের মতে, এক্ষেত্রে যদি কেন্দ্রের পক্ষ থেকে আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফৌজদারি প্রক্রিয়া শুরু করা হয়, তাহলে তিনি বড় যুক্তি দেখাতে পারেন। কেননা তাকে রাজ্য সরকার ছাড়েনি সেই জন্যই তিনি কেন্দ্রের এই চাকরিতে যোগদান করতে পারেননি। তাই এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে অতীতের জন্য চাপে ফেলে দেওয়ার কৌশল প্রয়োগ করে রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেও চাপ প্রয়োগের সূক্ষ্ম চেষ্টা করল।

অর্থাৎ মুখ্যসচিব পদ থেকে অবসর নেওয়ার পরেও আলোচনা এবং বিতর্কের কেন্দ্রবিন্দুতেই রয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে যে জল্পনা চলছে, তা কতটা বাস্তব হয়! সত্যিই কি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে কেন্দ্র! আর কেন্দ্রের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হলে পাল্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে রক্ষা করতে কি পদক্ষেপ গ্রহণ করে রাজ্য, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!