এখন পড়ছেন
হোম > জাতীয় > অবসর নিয়েও কঠোর ব্যবস্থার ইঙ্গিত গৃহ মন্ত্রকের চিঠিতে, পাল্টা জবাব দিলেন আলাপন!

অবসর নিয়েও কঠোর ব্যবস্থার ইঙ্গিত গৃহ মন্ত্রকের চিঠিতে, পাল্টা জবাব দিলেন আলাপন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  অবসর কালেও তাকে নিয়ে ব্যাপক বিতর্ক ছড়িয়ে পড়েছে। কেন্দ্র-রাজ্য টানাপোড়েনে রীতিমত জেরবার প্রশাসনিক মহল। অবসর নেওয়ার দিনেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাকে কেন্দ্রের চাকরিতে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তাতে মান্যতা না দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মত রাজ্যেই থেকে গিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে গত 31 তারিখে অবসর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা পদে তিন বছরের জন্য দায়িত্ব এসেছেন তিনি। তবে কেন্দ্রীয় সরকারের নির্দেশ পালন না করার জন্য তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা রাস্তায় হেঁটেছে কেন্দ্রীয় সরকার।

ইতিমধ্যেই এই ব্যাপারে আলাপন বন্দ্যোপাধ্যায়কে একটি শোকজের নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে। বস্তুত, বিপর্যয় পরিস্থিতিতে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে রাজ্যে এসে বৈঠক করলেও, কেন সেখানে মুখ্যসচিব পদে থাকা আলাপন বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না, সেই ব্যাপারে উপযুক্ত কারণ উল্লেখ করার কথা বলা হয়েছে রাজ্যের সদ্য-প্রাক্তন মুখ্যসচিবকে।

আর কেন্দ্রের পক্ষ থেকে এই নির্দেশ আসার পরেই বিন্দুমাত্র সময় নষ্ট না করে এবার তার জবাব দিতে চলেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা বর্তমান মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে কেন্দ্রের তরফ থেকে যে প্রশ্ন করা হয়েছে, তার জবাবে তিনি কি প্রতিক্রিয়া দেন, তার দিকে লক্ষ্য রয়েছে সকলের।

জানা গেছে, কেন্দ্রের তরফ থেকে নোটিশ পাঠিয়ে আগামী তিন দিনের মধ্যে লিখিতভাবে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায়কে। আর সেই মত করেই নিজের জবাবী চিঠি তৈরি করছেন আলাপনবাবু‌। যেখানে নিজের দায়িত্বের কথা উল্লেখ করে সেই দায়িত্ব যে তিনি পালন করেছেন, তা চিঠির ছত্রে ছত্রে তুলে ধরবেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব বলে মনে করা হচ্ছে।

অর্থাৎ ‌রাজ্যের সদ্য-প্রাক্তন মুখ্যসচিব তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে এই চিঠির মধ্যে দিয়ে কারণ দর্শানোর কথা বলে রাজ্যকে চাপে রাখতে চাইছে কেন্দ্রীয় সরকার। কিন্তু এক্ষেত্রে কোনো রকম খামতি রাখতে চাইছে না রাজ্য। আর সেই কারণে আলাপন বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট সময়ের আগেই নিজের জবাবী চিঠি তৈরি করে তা কেন্দ্রের কাছে পাঠিয়ে দেবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিক ভাবেই এই চিঠিতে কোন কোন বিষয় উল্লেখ থাকবে এবং কেন তিনি প্রধানমন্ত্রীর সেই বৈঠকে উপস্থিত হননি, এর কারণ হিসেবে কি ব্যাখ্যা দেবেন আলাপনবাবু, তা নিয়ে রীতিমত চর্চা শুরু হয়ে গিয়েছে বিশেষজ্ঞদের মধ্যে। বিশ্লেষকরা বলছেন, আলাপন বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রের নির্দেশ মান্যতা না করতে পারার পেছনে রাজ্যের বাধা রয়েছে। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছাড়তে চাননি। আর সেই কারণেই তিনি যেতে পারেননি কেন্দ্রের চাকরিতে।

যার কারণে রীতিমত ক্ষোভ উগরে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। এভাবে আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রে টেনে নেওয়া আসলে বাংলার প্রতি প্রতিহিংসাপরায়ণ আচরণ বলে দাবি করতে দেখা গেছে তাকে। এমনকি এই গোটা বিষয়টি তুলে ধরে কোনোভাবেই আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছাড়া হবে না বলে তার অবসর নেওয়ার দিন কেন্দ্রকে পাঁচ পাতার কড়া চিঠি দিয়েছেন বাংলার প্রশাসনিক প্রধান।

আর এই পরিস্থিতিতে রাজ্যের সদ্য-প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী তিন বছরের জন্য তার মুখ্য উপদেষ্টা করে নেওয়ায় নানা মহলে প্রশ্ন তৈরি হয়েছিল। আর এবার দায়িত্ব সঠিকভাবে পালন না করার অভিযোগ তুলে আলাপন বন্দ্যোপাধ্যায়কে শোকজের নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। যার পরিপ্রেক্ষিতে জবাবী হিসেবে নিজের বক্তব্য কেন্দ্রের কাছে পাঠিয়ে দেওয়ার প্রস্তুতি গ্রহণ করেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে কেন্দ্রের কাছে জবাবী চিঠিতে কি উল্লেখ করেন আলাপনবাবু, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!