এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েতের আগে ১০০ দিনের মজুরি বাড়াল কেন্দ্র, ‘এডভ্যান্টেজ’ তৃণমূল কংগ্রেসের

পঞ্চায়েতের আগে ১০০ দিনের মজুরি বাড়াল কেন্দ্র, ‘এডভ্যান্টেজ’ তৃণমূল কংগ্রেসের

প্রাক্‌ নির্বাচন পর্বে রাজ্যে শ্রমিক সম্প্রদায়ের জন্যে সুসংবাদ দিলো খোদ কেন্দ্রীয় সরকার। এদিন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গ-সহ দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ১০০ দিনের কাজে দৈনিক মজুরী বৃদ্ধি পেয়ে ১৯১ টাকা হলো। উল্লেখ্য এর আগে একশো দিনের কাজের কর্মীরা মজুরী পেতেন ১৮০ টাকা। এই বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের প্রায় সমস্ত রাজ্যেই এই মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করা হলেও ঝাড়খণ্ড, বিহার, রাজস্থান, উত্তরপ্রদেশে, উত্তরাখণ্ড ও ত্রিপুরা প্রভৃতি রাজ্যে এখনই মজুরী বৃদ্ধি করা হচ্ছেনা। মজুরী বৃদ্ধিতে প্রথম স্থানে রয়েছে তামিলনাড়ু। তামিলনাড়ু মজুরী বৃদ্ধি করেছে সর্বোচ্চ ১৯ টাকা। দ্বিতীয় স্থানে কর্ণাটক ও কেরালা। এই দুই রাজ্যেই ১৩ টাকা করে মজুরী বৃদ্ধি হয়েছে ১০০ দিনের কাজে শ্রমিকদের।  তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের এদিনের ঘোষণার ফলে রাজ্যে মজুরী বৃদ্ধি পেলো ১১ টাকা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই মজুরি বৃদ্ধিতে বেজায় খুশি একশো দিনের কাজের কর্মীরা। উল্লেখ্য রাজ্যে প্রায় ১ কোটি ৩৭ লক্ষ একশো দিনের কাজের কর্মী রয়েছেন। তাঁরা সকলেই এই মজুরি বৃদ্ধির সুবিধা পাবেন। এই প্রকল্পের সফল প্রয়োগের তালিকার শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য। শ্রম দিবস তৈরী করা থেকে শুরু করে অর্থ খরচে পশ্চিমবঙ্গ ২০১৭-১৮ বছরে সেরার শিরোপা পেয়েছে। চার হাজার কোটি টাকা পুরস্কারেও সম্মানিত হয়েছে রাজ্য সেরার স্বীকৃতিস্বরূপ। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর জানিয়েছে সেই টাকায় গ্রামোন্নয়নের কাজে আরও গতি আসবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!