এখন পড়ছেন
হোম > জাতীয় > লক্ষ্য ২০১৯! বিজেপি বিরোধী বৃহত্তর জোট নিয়ে তৃণমূলকে বড় বার্তা দিল কংগ্রেস

লক্ষ্য ২০১৯! বিজেপি বিরোধী বৃহত্তর জোট নিয়ে তৃণমূলকে বড় বার্তা দিল কংগ্রেস

২০১৯ এ বিজেপিকে হটাতে ফেডারেল ফ্রণ্টের জন্য উদ্যোগী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সমেত কংগ্রেস ও বিজেপি বিরোধী দলগুলি। এই নিয়ে বিজেপি বিরোধী তৃতীয় ফ্রন্টের সক্রিয়তাকে আগেও সমালোচনা করেছিলেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। কিন্তু এদিন কংগ্রেসের পক্ষ থেকে সরাসরি অভিযোগ আনা হলো যে নরেন্দ্র মোদী ও অমিত শাহের অঙ্গুলিহেলনেই তৃতীয় ফ্রন্ট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো বিজেপি-বিরোধী ভোটকে ভাগ করা। এই বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা শাসক দল তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দিলো কংগ্রেস নেতৃত্ব। যদিও এই নিয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব নয় এমন মন্তব্য করলেন তেলঙ্গানা কংগ্রেসের মুখপাত্র শ্রবণ দাসোজু নামক জনৈক এক নেতা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জানা গেছে এই মন্তব্য করার পিছনে তাঁর লক্ষ্য ছিলো অ-বিজেপি, অ-কংগ্রেসি জোট গড়ার মূল কারিগর তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি প্রধান চন্দ্রশেখর রাও। যিনি এই জোট গড়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, এম কে স্ট্যালিন, অখিলেশ যাদবের মতো নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এদিকে দিল্লীতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব দলীয় নেতা শ্রবণ দাসোজু’র বক্তব্যের সমর্থন করে জানিয়েছেন চন্দ্রশেখর রাও’র জোটের উদ্যোগ যতটা না বিজেপি-বিরোধী, তার থেকেও রাহুল-বিরোধী। তেলেঙ্গানার কংগ্রেস মুখপাত্র শ্রবণ দাসোজু এদিন আরো জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এম কে স্ট্যালিনকে তিনি চিঠি লিখে এই সমস্ত বিষয়ে সতর্ক করবেন। এই প্রসঙ্গে কংগ্রেস নেতা বীরাপ্পা মইলি জানান, কংগ্রেসকে বাদ দিয়ে জোট অতীতেও সফল হয়নি, এ বারেও হবে না। বিজেপিকে সুবিধা করে দিতেই এই জোট গড়ার চেষ্টা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!