এখন পড়ছেন
হোম > জাতীয় > সপ্তম বেতন কমিশন চালু না হলে বৃহত্তর আন্দোলনের পথে শিক্ষক সমাজ

সপ্তম বেতন কমিশন চালু না হলে বৃহত্তর আন্দোলনের পথে শিক্ষক সমাজ

সম্প্রতি কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্যে সপ্তম বেতন কমিশন লাগু হয়েছে। এপ্রিল মাস থেকেই এই নিয়ম কার্যকরী হওয়ার কথা। ২০১৯ সালে আগামী লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে সপ্তম বেতন কমিশনের সুপারিশ হওয়া পরিমানের থেকেও বেশি অঙ্কের বেতন বৃদ্ধি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। পরিস্থিতি সরকারের অনুকূলে থাকলে এই বছরেই কেন্দ্রীয় সরকার এই বিষয়ে সব থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে বলে মনে করা হচ্ছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

শুধু কেন্দ্রীয় সরকারী কর্মীদের ক্ষেত্রেই নয় পশ্চিমবঙ্গ বাদে অনেক রাজ্যেই নতুন বেতন কমিশন চালু হয়েছে। তবে অন্যদিকে সপ্তম বেতন কমিশনে কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা অর্ন্তভূক্ত নয়। এই কারনে কার্যত অসন্তুষ্ট শিক্ষক ও অশিক্ষক কর্মীরা নিজেদের দাবিতে সরব হয়ে উঠলেন। নিজেদের দাবি জানিয়ে কেন্দ্রীয় বিদ্যালয়ের সদর দফতরে তারা এদিন বিক্ষোভও দেখালেন।তাদের দাবি, অবিলম্বে সপ্তম বেতন কমিশনের সুপারিশ মোতাবেক বেতন তাদের দিতে হবে। আর দাবি মানা না হলেও অল্প দিনেই তাঁরা বৃহত্তর আন্দোলনে নিয়োজিত হবেন বলেও জানিয়েছেন তাঁরা। 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!