এখন পড়ছেন
হোম > জাতীয় > ঠিক মতো চালু হয়নি সপ্তম বেতন কমিশন, চরম পদক্ষেপ নিলো কর্মীরা

ঠিক মতো চালু হয়নি সপ্তম বেতন কমিশন, চরম পদক্ষেপ নিলো কর্মীরা

সপ্তম বেতন কমিশনের সুপারিশের পর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন এবং ফিটমেন্ট ফ্যাক্টরের উন্নতি ইত্যাদির দাবিতে সরকারকে একাধিক বার অনুরোধ করেও গত দু বছরে কোনো সুবিধে হয়নি রেল কর্মচারীদের। এর সাথে যুক্ত হয়েছে এই রাষ্ট্রয়ত্ত সংস্থাকে বেসরকারিকরণের প্রচেষ্টা। কেন্দ্রীয় সরকারের এইসব পদক্ষেপের প্রতিবাদেই ৮ই মে থেকে ৭২ ঘন্টার রিলে অনশনে বসছে রেলের কর্মী ইউনিয়ন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই প্রসঙ্গে অল ইন্ডিয়া রেলওয়ে মেনস ফেডারেশন(এআইআরএফ) জানিয়েছে দফায় দফায় স্বরাষ্ট্র ,অর্থ, রেলমন্ত্রীদের সঙ্গে এআইআরএফ নেতারা বৈঠক করেও সরকারের তরফ থেকে কর্মচারীদের দাবি পূরণের জন্যে কোনো পদক্ষেপই গ্রহণ করা হয়নি। গোটা বিষয়টি তে সরকারের উদাসীনতা ছাড়া আর কিছুই লক্ষ্য করা যায়নি। উল্লেখ্য গত ১৩ই-১৪ই মার্চ এআইআরএফ তাদের সাধারণ পর্ষদের বৈঠকে সিদ্ধান্ত নিয়েছিল দেশজুড়ে সংগঠনের বিভিন্ন শাখায় গণ সমাবেশ করে পর পর তিনদিন ২৪ঘন্টার করে রিলে অনশন করবে। সেই পরিকল্পনা মতোই এদিন থেকে অনশন শুরু করলো রেল বিভাগের এই সংগঠন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!