এখন পড়ছেন
হোম > জাতীয় > কলকাতার বুকে অভিষেক-কে কালো পতাকা দেখালো কর্মীরা

কলকাতার বুকে অভিষেক-কে কালো পতাকা দেখালো কর্মীরা


এবার কলকাতার বুকে কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভিকে কালো পতাকা দেখাল তাঁর দলেরই কর্মীরা।রাজ্যের পঞ্চায়েত ভোট নিয়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরী হয়েছে, মনোনয়ন জমা দিতে দেওয়া হচ্ছে না প্রার্থীদের মারধর করা হচ্ছে আর এই সব কিছুই নাকি শাসকদল করছে অভিযোগ এমনটাই। জানা গেছে এই নিয়ে করা মামলায় শাসকদলের পক্ষে সওয়াল করছেন জাতীয় কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভি। দলের লোক যাদের হাতে মার খাচ্ছে

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সেই দলের সংসদ তাদের হয়ে মামলা লড়ছে এটা মেনে নিতে পারছেন না। তাই এই বিক্ষোভ কর্মসূচি। জানা গেছে এদিন দক্ষিণ কলকাতার টলি ক্লাবে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন অভিষেক মনু সিংভি। সেখানেই তাঁর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখায় দলের কর্মীরা। পাশাপাশি তাঁকে কালো পতাকাও দেখানো হয় বলে অভিযোগ। অবশ্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই পুলিশ পৌঁছে যায় ঘটনাস্থলে। জানা গেছে এই নিয়ে কয়েকজনকে আটক করা হয়েছে। পুলিশের অভিযোগ পুলিশের ব্যারিকেড ভেঙে গাড়ির সামনে যাওয়ার চেষ্টা করছিলো বিক্ষোভকারীরা ,আন্নদিকে অভিযোগ অস্বীকার করেছে কর্মীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!