এখন পড়ছেন
হোম > রাজ্য > অভিষেকের সভার জন্য ভাঙল স্কুলের পাঁচিল, কাটা হল গাছ – তীব্র বিতর্ক সোশ্যাল মিডিয়ায়

অভিষেকের সভার জন্য ভাঙল স্কুলের পাঁচিল, কাটা হল গাছ – তীব্র বিতর্ক সোশ্যাল মিডিয়ায়


অভিষেক ব্যানার্জীর সভার জন্য ভাঙল স্কুলের পাঁচিল, কাটা হল গাছ – যা ঘিরে তীব্র বিতর্ক শুরু হলো সোশ্যাল মিডিয়ায়। বাঁকুড়ার সিমলাপালের বিক্রমপুর রাধাদামোদর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় পঞ্চায়েত নির্বাচনের আগে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রচারে আসছেন যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর প্রস্তুতি পর্ব হিসাবে ওই বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়েছে এবং একটি নিম গাছও কেটে ফেলা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চরমে উঠেছে। বিষয়টি সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়াতেও।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সিমলাপালের বিজেপি মন্ডলীর সভাপতি সুপান্থ ডাঙ্গর বিষয়টির তীব্র প্রতিবাদ জানান এবং ‘শিক্ষার অধিকার আইন’ লঙ্ঘনের অভিযোগ তোলেন তৃণমূলের বিরুদ্ধে। তাঁর কথায়, ”এদের কথার সঙ্গে কাজের কোনও মিল নেই।” এদিকে স্থানীয় সিপিএম নেতারা সরকারি সম্পত্তি যথেচ্ছভাবে ব্যবহারের অভিযোগ তোলে শাসকদলের বিরুদ্ধে। এমনকি শাসকদলের সন্ত্রাসের ভয়ে স্থানীয় মানুষ মুখে কুলুপ এঁটেছেন বলে অভিযোগ জানান স্থানীয় সিপিএম নেতারা। স্কুল কতৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়াও মেলেনি এবিষয়ে। সিমলাপালের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সনৎ দাসের কথায়, ”বিজেপি মিথ্যে অভিযোগ করছে। সিমলাপাল ব্লক এলাকায় বিজেপির কোনও অস্তিত্ব নেই। ওই প্রাচীরটি ভাঙাই ছিল। ভোট পরবর্তী সময়ে প্রাচীরটি নতুন করে তৈরি করে দেওয়া হবে। একই সঙ্গে স্কুল সংলগ্ন রাস্তাটি নতুন করে মোরাম দিয়ে তৈরি করা হয়েছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!