এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েত ভোটে মৃত্যু নিয়ে এবার ডিজিকে আক্রমণ অধীরের

পঞ্চায়েত ভোটে মৃত্যু নিয়ে এবার ডিজিকে আক্রমণ অধীরের


“রাজ্যে এবারের ভোট তুলনায় সুষ্ঠু ও অবাধ হয়েছে। অন্য নির্বাচনের তুলনায় এবার ভোটে সন্ত্রাস কম হয়েছে। মৃত্যু সংখ্যাও কম।” এমনটাই জানালেন রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ এদিন পঞ্চায়েত নির্বাচনের পর। এছাড়া এদিন ভোটের দিন মৃতের সংখ্যা এবং কোন মৃতদেহগুলোকে নিয়ে নির্বাচনে সন্ত্রাসের রাজনীতি চালনো হয়েছে তার একটা খোলা রিপোর্ট পেশ করলেন ডিজি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তাঁর এই কথার তীব্র সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। জানালেন ডিজির মন্তব্য অত্যন্ত দুঃখজনক। তাঁর কথাকে তোতা-বুলি বলে ব্যঙ্গ করে জানালেন নবান্নের শেখানো কথাই আওড়াচ্ছেন ডিজি। ডিজির মন্তব্য যুক্তিসংগত নয়। কোন দলের কতজন মারা গেছে সেটা বড়কথা নয়। ভোট দিতে গিয়ে মানুষের প্রাণ গেছে সেটাই লজ্জাজনক এবং আক্ষেপের। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করলেন তিনি। তিনি আরো জানান যে মানুষের গণতান্ত্রিক ভোটের অধিকার সুনিশ্চিত করতেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলো বামফ্রন্ট। কিন্তু তাদের ফিরিয়ে দেওয়া হয়েছ। আদালতও ভালো করে দেখেছে যে কোন সন্ত্রাসের ভিতর ভোট হয়েছে! তারপরও রাজ্যসরকার তাঁদের সাফাই গেয়ে ব্যাপারটাকে শুধু দুঃখজনক বলেই উড়িয়ে দিয়েছে। বোমা-বারুদের গন্ধে,রক্তের রাজনীতিতে ভোট হয়েছে এবার। পুলিশও যথাযথভাবে তাঁদের দায়িত্ব পালন করতে পারেনি। তারাও তৃণমূলের দলদাসে পরিনত হয়েছে। তাঁদের জোটবদ্ধ আক্রমণে দিশাহারা কিছু মানুষের প্রাণ গেলো। মানুষের গণতান্ত্রিক অধিকারের হত্যা হল এই পঞ্চায়েত নির্বাচনে। এভাবেই নিজের ক্ষোভ ব্যক্ত করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এমনটাই জানাচ্ছে রাজনৈতিক সূত্রের খবর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!