এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > অধীরের মিছিলে হামলা,অভিযোগের তীর তৃণমূলের দিকে

অধীরের মিছিলে হামলা,অভিযোগের তীর তৃণমূলের দিকে


রাজ্যে বিরোধীদের মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি আর এই নিয়ে এদিন অধীর চৌধুরীর নেতৃত্বে মিছিল করে কংগ্রেস। কান্দি বাসস্ট্যান্ড থেকে SDO অফিসের দিকে যাওয়া কংগ্রেসের সেই মিছিলে হামলার ঘটনা ঘটে ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জানা গেছে মিছিল কিছুদূর যাবার পর তাদের উপর হামলা করা হয়। অধীরবাবুকে কিছু করা হয়নি কিন্তু তাঁর দলের কর্মীদের রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগের তীর তৃণমূলের দিকে।
অভিযোগ উঠেছে যে খড়গ্রাম ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি মফিজুদ্দিন মণ্ডল হামলার নেতৃত্ব দেন। অভিযোগ পুলিশের সামনেই তাণ্ডব চললেও কোনো ব্যাবস্থা নেওয়া হয়নি।এই নিয়ে
অধীর চৌধুরি বলেন, ” আমরা বোমা পিস্তল নিয়ে আসিনি। এসেছিলাম ভোটের মনোনয়ন জমা দিতে। সেই মনোনয়ন জমা দিতে দেওয়া হল না। জানতাম, হামলা হবে। তৃণমূল কংগ্রেসের লোকজন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই হামলা চালিয়েছে। রাজ্যের পঞ্চায়েত ভোট প্রহসনে পরিণত হয়েছে। পুলিশ দেখেও দেখছে না। প্রতিদিন সব দলের লোকজন মার খাচ্ছে। নির্বাচন কমিশন দেখেও দেখছে না। রাজ্য জুড়ে অরাজকতা চলছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!