এখন পড়ছেন
হোম > জাতীয় > সভাপতি পদ কি যেতে চলেছে অধীরের? জল্পনা তুঙ্গে

সভাপতি পদ কি যেতে চলেছে অধীরের? জল্পনা তুঙ্গে

আর কয়েক মাস পর থেকেই বেজে যাবে লোকসভা নির্বাচনের দামামা। আর তার আগেই নতুন সভাপতির কাঁধে বাংলার দ্বায়িত্ত্ব দিতে চলেছেন রাহুল গান্ধী। আর শোনা যাচ্ছে যে আর অধীর চৌধুরী নন। এবার প্রদীপ ভট্টাচার্য ও দীপা দাশমুন্সি-র মধ্যে কাউকে বাছা হবে। অন্যদিকে শোনা যাচ্ছে যে সভাপতির জন্য অভিজিত্‍ মুখোপাধ্যায় ও মৌসম বেনজির নূরের নামও ছিল। কিন্তু তাঁরা সভাপতি পদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিকে রাহুল গান্ধী শুধু সভাপতি নয়, কার্যকরী সভাপতিদের নামও ঘোষণা করবেন বলে জানা গেছে। আর সেই কার্যকরী সভাপতি-র জন্য শঙ্কর মালাকারের নাম শোনা যাচ্ছে। এদিকে যদিও অনেকে বলছেন অধীরবাবুর উপরেই আস্থা রাখছেন রাহুলগান্ধী তাই আবার তাঁকেই সভাপতিকরা হবে। কিন্তু দলের আরেক অংশের মতে অধীরবাবুকে চাইছেন না অনেকে আর সেকথা রাহুল গান্ধীর কানেও পৌঁছেছে। আর তাই আগামী মাসেই নতুন প্রদেশ কংগ্রেস সভাপতির নাম ঘোষণা করবেন তিনি। জানা যাচ্ছে যে জুন মাসের ১৮ তারিখ নতুন প্রদেশ কংগ্রেস সভাপতির নাম ঘোষণা হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!