এখন পড়ছেন
হোম > জাতীয় > জল্পনা বাড়িয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক অধীর চৌধুরীর

জল্পনা বাড়িয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক অধীর চৌধুরীর


জল্পনা বাড়িয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠকে অধীর চৌধুরী।কয়েকদিন ধরেই কলকাতা হাইকোর্ট- এ কর্মবিরতি চলছে। এই এই নিয়ে সমস্যায় পড়ছেন বিচারপ্রার্থী সাধারণ মানুষ তাদের মুখের দিকে তাকিয়ে এদিন তিনি কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের দ্বারস্থ হলেন। তিনি আর্জি জানান যে যেন আইনমন্ত্রী বিষয়টিতে হস্তক্ষেপ করেন ও এই অনির্দিষ্টকালের অচলাবস্থা কাটান।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই নিয়ে সংসদ ভবনে রবিশঙ্করের দপ্তরে গিয়ে দীর্ঘক্ষণ কথা বলেন অধীরবাবু সাধারণ মানুষ কতটা অসহায় হয়ে পড়েছেন তা নিয়ে মোবাইল তোলা ছবিও দেখান।এই নিয়ে তিনি বলেন, “কলকাতা হাইকোর্টে ১৯ ফেব্রুয়ারি থেকে অচলাবস্থা চলছে।কর্মবিরতি পালন করছেন আইনজীবীরা।আর এর ফল ভুগছে বিচারপ্রার্থী সাধারণ মানুষ। অথচ, সরকার উদাসীন।” পাশাপাশি তিনি আইনমন্ত্রীকে এই বিষয়ে জানানো নিয়েও বলেন যে ,” অনুরোধ জানিয়েছি আইনমন্ত্রীকে যেন তিনি বিষয়টিতে অবিলম্বে হস্তক্ষেপ করেন । যত শিগগিরই সম্ভব বিচারপতি নিয়োগ এবং আইনজীবীদের সঙ্গে আলোচনা করে হাইকোর্টের কাজকর্ম স্বাভাবিক করার আর্জি জানিয়েছি। রবিশঙ্করজি হস্তক্ষেপের আশ্বাস দিয়েছেন।’‌

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!