এখন পড়ছেন
হোম > জাতীয় > ‘ভুলে ভরা’ কর্নাটকে ‘ড্যামেজ কন্ট্রোলে’ মাস্টারস্ট্রোক অমিত শাহর

‘ভুলে ভরা’ কর্নাটকে ‘ড্যামেজ কন্ট্রোলে’ মাস্টারস্ট্রোক অমিত শাহর


নিজের দেওয়া ভুল তথ্য সম্বলিত ভাষণের ভুল এবার নিজেকেই সংশোধন করতে উদ্যোগী ভূমিকা গ্রহণ করতে হলো বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অমিত শাহকে ।উল্লেখ্য গত মঙ্গলবার কর্ণাটকের আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে প্রচারে গিয়ে একাধিক ভুল তথ্য নির্ভর ভাষণ দিয়েছিলেন অমিত শাহ। যার মধ্যে উল্লেখযোগ্য হলো ,”প্রধানমন্ত্রী মোদীই দেশকে ধ্বংস করে দেবে”, এবং “সম্প্রতি সুপ্রিম কোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারপতি বলেছেন, যদি দুর্নীতিগ্রস্থ সরকারগুলির মধ্যে কোনও প্রোতিযোগীতা হয়, তাহলে ইয়েদুরাপ্পা সরকার সেই প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করবে…”। ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই সুযোগে কংগ্রেস ও অমিত শাহের করা মন্তব্যের কটাক্ষ করতে পিছপা হয় না । তবে অভিজ্ঞ রাজনীতিবিদ অমিত বাবু অত্যন্ত তৎপরতার সাথে নিজের করা ভুলের সংশোধন করে নিলেন। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে অমিত বাবু সে কথা স্বীকার করে নিয়ে বললেন, “মুখ ফস্কে সিদ্দারামাইয়া সরকারের পরিবর্তে আমি ইয়েদুরাপ্পা সরকারকে দুর্নীতিগ্রস্থ বলে ফেলেছি। তবে, কংগ্রেসের এতে আনন্দ পাওয়ার কোনও দরকার নেই। কারণ, আমি ভুল করলেও, কর্ণাটকের মানুষ সিদ্ধান্ত নিতে কোনও ভুল করবেন না”। উল্লেখ্য ২০০৮ সালে কর্ণাটকে প্রথমবারের জন্য সরকার গড়ে বিজেপি। সেই সরকারের মুখ্যমন্ত্রী হন বিএস ইয়েদুরাপ্পা। এরপরে ২০১১ সালে খনি দুর্নীতি মামলায় নাম জড়িয়ে তাঁকে রাজ্যের শাসনভার ছাড়তে হয়। আবার ২০১৬ সালে ইয়েদুরাপ্পা এই মামলা থেকে বেকসুর মুক্তি পান ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!