এখন পড়ছেন
হোম > জাতীয় > দেশজোড়া দলিত অসন্তোষ মেটানোর সব দায়িত্ত্ব নিজের কাঁধে তুলে নিলেন অমিত শাহ

দেশজোড়া দলিত অসন্তোষ মেটানোর সব দায়িত্ত্ব নিজের কাঁধে তুলে নিলেন অমিত শাহ


দলিত বিক্ষোভের জের এখনো কাটেনি দেশ জুড়ে। প্রায় ১০ টি রাজ্য এখনো থমথমে। এদিন রাজস্থানে এক দলিত প্রাক্তন বিধায়ক ও এক দলিত বর্তমান বিধায়কের বাড়িতে আগুন লাগিয়ে দেয় উচ্চবর্ণ সম্প্রদায়। এরপর সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কিছু জায়গাতে কার্ফু জারি করা হয় বলে খবর। এদিন মধ্যপ্রদেশে এই দলিত সংঘর্ষের কারণে দু জনের মৃত্যু হয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এ পর্যন্ত সংঘর্ষের জেরে সারা দেশ জুড়ে প্রায় ১১ জন নিহত হয়েছে। সংরক্ষণ তোলার হাওয়া, সুপ্রিম কোর্টে আইন লঘু, দলিত নিগ্রহ ও ও দলিতদের ডাকা ভারত বন্ধ এবং দলিত সংঘর্ষে মোট ১১ জনের মৃত্যু সব মিলিয়ে লোকসভা ভোটের আগে ঘুম উড়েছে মোদী- শাহ জুটির। শেষ মেশ পরিস্থিতি সামাল দিতে নিজেই ”জয় ভীম!” স্লোগান দিয়ে মাঠে নামলেন অমিত শাহ। তিনি অভিযোগ জানান, “বিরোধীরা দলিতদের ভোটব্যাঙ্ক মনে করে। কিন্তু দলিতদের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ মোদী।” জানা গেছে এই ঘটনার পর পূর্বের পরিকল্পনা বদলে আম্বেদকরের জন্মদিনের দিন সংসদে তাঁর ছবিতে মালা দিয়ে মোদী ছত্তিশগড়ের একটি দলিত অধ্যুষিত নকশাল এলাকায় এলাকায় যাবেন। এদিনই তিনি চালু করবেন ‘মোদী কেয়ার’ প্রকল্প। জনধন প্রকল্পের মতোই চালু করতে চলেছেন বনধন প্রকল্প। মূলত দলিতদের মোদী সকারের প্রতি আস্থা ফেরাতেই ক্ষত মেরামতিতে লেগেছে মোদী সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!