এখন পড়ছেন
হোম > রাজ্য > কোন অঙ্কে কর্ণাটক ‘বিজয়’ জানিয়ে দিলেন সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ

কোন অঙ্কে কর্ণাটক ‘বিজয়’ জানিয়ে দিলেন সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ


 সামনেই কর্ণাটক ভোট। আর তা জিততে মরিয়া সব দল। মাঠে নেমেছেন সবাই। কি হবে কেউ জানে না। কিন্তু এদিন একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ কর্ণাটক রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে এমনটাই দাবি করলেন। তবে ঠিক কটা আসন থাকবে গেরুয়া শিবিরের ঝুলিতে তা নিয়ে কোনো মন্তব্য করেনি তিনি। এদিনের সাক্ষাৎকারে অমিত শাহ সংবাদ চ্যানেলটিকে বললেন, ”বর্তমানে কর্ণাটকে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। চারবছরে সুরক্ষিত হয়নি সাধারণ মানুষের স্বার্থ। কৃষক আত্মহত্যা ১৭৩ শতাংশ বেড়ে গিয়েছে।”  কর্ণাটক রাজ্যের নির্বাচনী প্রচারে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী নিজের ভাষণে উল্লেখযোগ্য রকম পরিবর্তন এনে মোদী’র বিরুদ্ধে আক্রমনে রত হয়েছেন। এর জেরে কি আসন্ন বিধানসাভ নির্বাচনের ফলাফলে কোনো প্রভাব পড়বে? এর উত্তরে অমিত শাহ বললেন, ”আগেও কংগ্রেসের প্রচারে নেতৃত্ব দিয়েছিলেন রাহুল গান্ধী। এখন সভাপতি হয়েছেন তিনি। কোনওকিছুই পরিবর্তন হয়নি। কর্ণাটকবাসীর সমস্যার সমাধান হয়নি।এজন্যই হারবে কংগ্রেস।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তবে মেরুকরণের রাজনীতিও যে প্রভাব ফেলবে না সেই বিষয়ে নিশ্চিত বিজেপির সর্ব ভারতীয় সভাপতি। একইসাথে কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপির জয়লাভ সুনিশ্চিত করতে প্রধানমন্ত্রীর একাধিক বার এই রাজ্য সফরের ঘটনায় বিরোধী শিবিরের করা সমালোচনার মুখে ছাই দিয়ে অমিত শাহ বললেন, ”গণতান্ত্রিক ব্যবস্থায় প্রচার করার অধিকার রয়েছে প্রধানমন্ত্রীর।”  উল্লেখ্য অমিত শাহ’র নিজের রাজ্য গুজরাটে নির্বাচন পূর্ববর্তী সময়ে বিজেপি ১৫০ টি’র ও বেশি আসনে জয়লাভ করবে জানিয়ে বিবৃতি দিলেও শেষ অবধি দেখা যায় সাকুল্যে একশ’র ও কম আসন জোটে গেরুয়া শিবিরের ভাগ্যে। রাজনৈতিক মহলের মতে ঐ ঘটনা থেকে শিক্ষা নিয়েই কর্ণাটক নির্বাচনের জয়লাভের সম্ভবনাযুক্ত আসন সংখ্যা জানিয়ে বক্তব্য রাখতে শাহ সাহস পাচ্ছেন না। এত কিছুর মধ্যেও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়লাভের বিষয়ে আশাবাদী তিনি। এই প্রসঙ্গে তিনি বললেন, ”প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদী। এবার নিজের কাজ দেখিয়ে ফিরবেন তিনি।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!