এখন পড়ছেন
হোম > জাতীয় > অমিত শাহের সভাস্থল নিয়ে বিজেপি-রাজ্য সরকারের আইনি লড়াই তুঙ্গে

অমিত শাহের সভাস্থল নিয়ে বিজেপি-রাজ্য সরকারের আইনি লড়াই তুঙ্গে

সর্বভারতীয় সভাপতি আগামী ৯ এপ্রিল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অমিত শাহের সভার জন্য রাজ্য সরকার অনুমতি নাকচ করে দেন। স্টেডিয়ামের তরফ থেকে জানানো হয় ওইদিন আগে থেকেই বুকিং রয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, তাই আবেদন নাকচ করা হয় বলে যুক্তি রাজ্য সরকারের।
রাজ্য সরকার বিজেপির আবেদন নাকচ করে দেওয়ায় আদালতে যাওয়ার পরিকল্পনা করেছে বিজেপি।

আরো নতুন খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

ফলে ফের সভার অনুমতিকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের সংঘাত চরমে উঠতে চলেছে। গত ৮ তারিখে আসছেন অমিত শাহ। এবার তারপর ৯ তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বক্তৃতা রাখার কথা ছিল।
তবে সভাস্থল নিয়ে নতুন করে ভাবনা-চিন্তা শুরু করেছ বিজেপি। এবং পরে জানা যায়, শহিদ মিনার বা হাওড়া রেল কোয়ার্টার মাঠেও সভা করার পরিকল্পনা রয়েছে। তবে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম নিয়ে একটা আইনি লড়াইয়ের পরই নতুন সভাস্থল খুঁজতে চায় কেন্দ্র।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!