অনুব্রত ঘনিষ্ঠ নেতাকে প্রাণে মারার হুমকি, তীব্র জল্পনা বীরভূমের রাজনৈতিক মহলে রাজ্য May 3, 2018 বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডলের অন্যতম ঘনিষ্ঠ নেতা তথা তৃণমূল কংগ্রেস জেলা পরিষদ কর্মাধ্যক্ষ জটিলেশ্বর মণ্ডলকে প্রাণে মারার হুমকির অভিযোগে উত্তাল বীরভূমের রাজনৈতিক মহল। ময়ূরেশ্বর-২ নম্বর ব্লকের খাদ্য কর্মাধ্যক্ষ জটিলেশ্বর মণ্ডলকে প্রাণে মারার হুমকি দিয়ে একটি উড়ো ফোন আসে, বেনামি সেই ফোন থেকে জটিলেশ্বরবাবুকে বলা হয়, তিনি যে ধরনের কাজ করছেন তার জন্য তাঁকে প্রাণ পর্যন্ত দিতে হতে পারে। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে স্বাভাবিকভাবেই এই ঘটনা প্রকাশ্যে আসতে তুমুল শোরগোল পরে গেছে বীরভূমের রাজনৈতিক মহলে। দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এমন হুমকি নাকি বিরোধীদের চক্রান্ত তা নিয়ে ধন্দে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরাই বলে স্থানীয় সূত্রের খবর। এই ঘটনার পরের দিনই থানায় অভিযোগ দায়ের করেন জটিলেশ্বরবাবু। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত করা হচ্ছে, ফোন নম্বরটি ট্র্যাক করে দেখা হচ্ছে কোথা থেকে ফোনটি এসেছিল। আপনার মতামত জানান -